নির্বংশ,
মুলকে কাফির নহে স্বস্থির এক একে রহে ধ্বংস।
গ্রাস, ল- ভ- মুশরিকী গাও ভয়ালে অবশ্য,
দেখি, বিংশ শতাব্দী মাইল ফলক জালজালা বিশ্ব।
খোদার দুনিয়া খোদাই রাখেন দেখভালে পুরোটাই,
ইহাতে কাহারো জাররাতম অংশীদারিত্ব নাই।
বড়াই, গর্ব কেবল খোদার তিনি হন বেনিয়াজ,
সৃষ্টি সকল করে টলমল স্রষ্টাতে মুহতাজ।
তবু খোদার ধরায় বড়াই করিস রে কাফিরের দল,
হায়, দাম্ভিকতার ঠমক দেখাস অমানুষি পঙ্কল।
বলি মোরা বলি ভালো করে শোন ওরে ও বিশ্ববাসী,
ইসলাম শুধু খোদার ধর্ম বাকি যে সর্বনাশী।
ওই মানব শত্রু ইবলিস তার বানানো ধর্ম দিয়ে,
ইহুদী নাছারা হিন্দু বৌদ্ধ রাখে তার তর্জিয়ে।
ওরে বিশ্বের সকল মানব তাকারে রাজারবাগে,
খোদার খলীফা দুহাত তুলে দোয়ার মাঝেই মাগে।
বেদ্বীন বদদ্বীন ইহুদী নাছারা মুনাফিক বেঈমান,
ম্লেচ্ছ যবন অস্পৃশ্য তন যত আছে জিন্দান।
আজ হচ্ছে সবই নিস্তেনাবুদ মুলকে কাফিরসহ,
আযাব গযবে গ্রাসি তা-বে রাখিয়াছে ভয়াবহ।
দেখি, নিশ্চিহ্ন তছনছ হয় কাফিরের ঝারিঝুরি,
ধরে বন্যা, প্লাবন, ভূমি কম্পন তুষার ও অগ্নিগিরি।
ওই ভূমির, যাহির, বাতিনী ধন কাফিরী ক্বরীব হতে,
সরে যায় সব ত্বরিৎ গতিতে রেখে দিয়ে অধঃপাতে।
ওই মানব নামের উল্লুক সব ভিক্ষুক হয়ে হায়,
ভিক্ষা মাগিছে মুসলিম দ্বারে, বাহাদুরী কই যায়।
নগদ দু হাজার এগার মার্চেই হেরি ভয়াবহ তা-ব,
রহে অত্যাধুনিক প্রগতি জাপান বিরানে যে বাস্তব।
টাইটানিক ন্যায় জাপানীকারায় গযবের হুমড়ি,
তড়িঘড়ি ওরে ছনছার করি ম্লান হয় উর্বরী।
কম্পিউটারের বিশ্বে জাপান শীর্ষেই হাক মারে,
নোংরাপনায় বাহবা কুড়ায় শিল্পের তোড়জোড়ে।
আহা মুসলমানেরে হত্যা করিতে পুণ্য ভাবিয়া তারা,
মিলিয়ন মিলিয়ন দিচ্ছে ডলার আমেরিকাকেই পুরা।
ইহুদীরে দেয় অর্থ খাদ্য অস্ত্র ও কাড়ি কাড়ি,
ফিলিস্তিনিরে হত্যা করায় গনগায়ে বোম মারি।
কুখ্যাত ওই জাপানীরা হায় ক্লাস্টার বোম দানে,
জঙ্গি বিমান ইহুদীরে দিয়ে ধ্বংসীছে লেবাননে।
আহা আফগানী মুসলমানেরে পর্বতি পাদদেশে,
মার্কিন ফ্রান্স ইঙ্গকে দিয়ে মারতেছে হেসে হেসে।
আহা! সকল কাফির এক হয়ে হায় মারছে মুসলমান,
প্রতিবাদকারী খুঁজে পাওয়া দায়, সেই সে দর্মিয়ান।
যত যে রহিছে মুসলিমী দেশ বিশ্বের বাহু পাকে,
নতজানু হয়ে রহিছেই তারা কাফিরের কুহু ফাঁকে।
আফসোস! কই মুসলিম বিশ্বের বুকে তিনশ কোটিরও বেশি,
স্বল্প সংখ্যক কাফির কেমনে ধ্বংসীছে হাসি হাসি।
রে নামকা ওয়াস্তে মুসলমান তাকাও ঊর্ধ্বপানে,
নীল আসমান, উঁচুয়ান থেকে তোমাকে যে আহ্বানে।
শির উঁচু করে আয়রে দৌড়ে মুজাদ্দিদী পায় আয়,
এক হয়ে সবে ঝাঁপাইয়া পর কাফিরের আঙ্গিনায়।
আজ মুজাদ্দিদ হইয়া মজিদ জালালী রোবের জোশে,
তামাম তাগুত অযুত অযুত দুর্দমে সব নাশে।
খলীফা খোদার তুলে আপনার মহামতি দুই হাত,
গোস্বায় ভরা দোয়ায় কহেন সমূলে হউক নিপাত।
ওই আল্লাহ উনার বন্ধুর হাত কভুনা দেন ফিরায়,
হচ্ছে কবুল বিলকুল সব নেই এতে ব্যত্যয়।
ওই আমদিদ মুজাদ্দিদ উনার জোরালো দোয়ার ঘায়,
হয়ে প্রলয়ঙ্করি বিধ্বংসী ওই আবাবিল এসে যায়।
ওই রাশিয়া, ইউরোপ, আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়া,
রহে পাক মুজাদ্দিদ উনার দোয়ায় কুল কাফির উপড়িয়া।
অত্যাধুনিক জাপান,
পারে না বাঁচতে দোয়ার হস্তে কহি সেই ফরমান।
করে পরমাণু ওই চুল্লি সকল বিকলেই গড়াগড়ি,
বাস্ট হয়ে যায় এক এক করে বৌদ্ধরা রয় মরি।
ঠেকাইতে আর পারছে না হায় তেজস্ক্রিয়ের জ্বালা,
গ্রাস করে সব ত্রাসখানি জুড়ে নেই এতে ছলা কলা।
হায়! বিরান ভূমিতে পরিণত হয় জাপানী অহঙ্কার,
দেখ দেখ চেয়ে বিশ্ববাসীরা বোবা নাহি থেকো আর।
পারে না ঠেকাতে খোদার গযব দুনিয়ার আসবাবে,
ওরে নির্বোধ দেখরে তাবৎ ইসলামী আলক্বাবে।
হুঁশিয়ার ওই কাফির ফাসিক নাছারা নমর দল,
শুন, মুজাদ্দিদ আ’যম, গাউছুল আ’যম ইসলামী আকমল।
ওই তাজদীদ উনার ফরয সবার গ্রহণ করতে হবে,
নইলে গযব হুঙ্কার দিয়ে আস্ত যে গ্রাস লবে।
কহি সাবধান! পাতি শয়তান, মালাউন মুশরিক,
মোরা মুসলিম কহি গর্দান নিতে, রহি তোর মুলহিক।
-বিশ্বকবি শায়খ মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে- ৪৫
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৪২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৪২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীকৃত গেল খুলে-৪৯
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৫০