ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৫৭ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সংখ্যা: ২৭১তম সংখ্যা | বিভাগ:

যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি।

 

ইমাম মুহম্মদ ইবনে মুহম্মদ রহমাতুল্লাহি আলাইহি যিনি ইবনে বাযযায করদরী নামে খ্যাত  তিনি বলেন-

اِتَّفَقَ الْـمُحَدِّثُوْنَ عَلٰى اَنَّ أَرْبَعَةً مِّنْ أَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوْا عَلٰى عَهْدِهٖ فِي الْاَحْيَاءِ

অর্থ: মুহাদ্দিছগণ একথার উপর একমত যে, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার যামানায় চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম জীবিত ছিলেন।

সেই চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সাহল ইবনে সা’দ সা’ঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করার উপর হযরত মুহাদ্দিছীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা একমত।

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন সম্মানিত ইমাম উনাদের পবিত্রতম ছোহবত মুবারক

ইখতিয়ার করেছেন

ইমামুল মুহাদ্দিছীন ওয়াল ফুক্বাহা, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সমসাময়িক যত ইমাম ছিলেন সকলেরই পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ! উনাদের নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনারা মুত্বাহ্হির, মুত্বাহ্হার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হওয়ার সুবাদে উনাদের প্রত্যেকেরই ইলিম মুবারক উনার সনদ সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মধ্যস্থতায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌছেছে। অর্থাৎ উনাদের সমস্ত ইলিম ও হিকমত মুবারক উনার উৎস হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! আর হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদের ইলিম ও হিকমত মুবারকের উত্তরাধিকারী। সম্মানিত ইলমে ফিক্বাহ ও সম্মানিত ইলমে হাদীছ শরীফ উনাদের কোন ইমাম উনাদের ভাগ্যে সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের কাছ থেকে সরাসরি ফায়িয-তাওয়াজ্জুহ লাভ করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি একক ও অনন্য ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ!

ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার ও ইলিম-হিকমত মুবারক হাছিল

ইমামুল মুহাক্কিক্বীন, ইমামুল মুত্তাক্বীন, ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ বাকির আলাইহিস সালাম তিনি ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত শায়েখ ও মুর্শিদ ছিলেন। সুবহানাল্লাহ! ইমাম ইবনে আবি হাতিম, ইমাম মিসরী, ইমাম যাহাবী, ইমাম আসক্বালানী ও হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহিম উনারা নিজ নিজ কিতাবে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ ও মুর্শিদগণ উনাদের আলোচনা মুবারক করতে গিয়ে বলেন-

رَوٰى عَنْ حَضْرَتْ اَبِـىْ جَعْفَرَ مُـحَمَّدِ بْنِ عَلِىٍّ عَلَيْهِ  السَّلَامُ

অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত আবূ জা’ফর মুহম্মদ ইবনে আলী যাইনুল আবিদীন আলাইহিস সালাম উনার থেকে বর্ণনা করেছেন। (জরাহ ওয়া তা’দীল-৮/৪৪৯, তাহযীবুল কামাল-২৯/৪১৯, সিয়ারু আলামিন নুবালা-৬/৩৯২, তাহযীবুত তাহযীব-১০/৪০১)

 

সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৩ -মুহম্মদ সাদী

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (২২) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-১৯ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৩ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৪