মুহম্মদ আব্দুল মালেক
কাউখালী, পিরোজপুর।
সুওয়াল: ঈদের নামাযের খুৎবার পরে মুসাফাহা করা কি?
জাওয়াব: ঈদের নামাযের খুৎবার পর মুছাফাহা করা জায়িয। (মুসাওওয়া/ শাহ্ ওয়ালীউল্লাহ্ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি, ফতওয়ায়ে আমীনিয়া)
সুওয়াল – জাওয়াব বিভাগ
সুওয়াল-জাওয়াব বিভাগ