উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮০

সংখ্যা: ২৯০তম সংখ্যা | বিভাগ:

পূর্ব প্রকাশিতের পর

মুবারক শৈশব ও কৈশোর থেকেই ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পবিত্র সুন্নত মুবারক এবং সম্মানিত শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

মুবারক বিষয়টির অন্তর্নিহিত তাৎপর্য হলো, যিনি প্রকৃত হাদী হবেন উনাকে সর্বাবস্থায় সর্বসাধারণের আমল থেকে অনেক বেশি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার আমল  করতে হবে। বিশেষ ক্ষেত্রে কিছু আমল পরিত্যাগও করতে হবে। অর্থাৎ, সর্বসাধারণের জন্য যা বৈধ, এমন অনেক বিষয় ক্ষেত্রভেদে উনাদের তরক্ব করতে হবে। সুবহানাল্লাহ!

এই মর্মে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম সরাসরি উনার পবিত্র শান মুবারকে ইরশাদ মুবারক করেন: “আপনি যেহেতু আমার পরে হাদী,  কাজেই মহিলাদের জন্য স্বর্ণালংকার ব্যবহার সম্মানিত শরীয়তে বৈধ এবং মহিলাদের সৌন্দর্যবর্ধনের কারণ হলেও আপনার জন্য তা ব্যবহার না করাই ভালো।” সুবহানাল্লাহ!

এ বিষয়ে পৃথক মুবারক ঘটনায় উল্লেখ আছে যে, সম্মানিত হানাফী মাযহাব উনার ফতওয়া মুতাবিক রাস্তার কাদামাটি পাক হওয়া সত্বেও স্বয়ং ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিছীন, ইমামুল আইম্মা, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার পরিহিত মুবারক কাপড়ে অনিচ্ছাকৃতভাবে অতি সামান্য পরিমাণ রাস্তার কাদামাটি লেগে যাওয়ায় তিনি তা ধুয়ে নিয়েছিলেন। অথচ সম্মানিত শরীয়তের ফায়ছালা মুতাবিক কাপড়ে লেগে থাকা ওই কাদামাটি না ধোয়া জায়িয। এ বিষয়ে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেন: “না ধোয়ার বিষয়টি আমারই ফতওয়া। এ ফতওয়া সঠিক। আর আমি যে আমার পরিহিত মুবারক কাপড়ের সংশ্লিষ্ট  অংশ ধুয়ে নিলাম, এটি আমার তাক্বওয়া।” সুবহানাল্লাহ!

অন্য ঘটনায় পাবিত্র অযূ উনার মধ্যে পা-এর আঙ্গুল মুবারকের নিচ দিয়ে খেলাল করার বর্ণনা ইমামে আ’যম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার কাছে দেরিতে পৌঁছার কারণে তিনি সুদীর্ঘ ২০ বছরের নামায দোহরায়ে আদায় করেছেন। এসব পবিত্র ঘটনা থেকে উনার,অর্থাৎ সূক্ষ্মদর্শী নৈকটধন্য ওলীআল্লাহ উনাদের সীমাহীন তাক্বওয়ার প্রকৃতি ও পরিধি সম্পর্কে সম্যক ধারণালাভ করা যায়। সুবহানাল্লাহ!

যাঁরা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে সম্মানিত সুন্নত মুবারক পালন করেন, উনাদেরকে মহান আল্লাহ পাক

اَلثِّقَةُ فِى الدِّيْنِ

অর্থাৎ, সম্মানিত দ্বীনের মধ্যে নির্ভরযোগ্যতাদান করেন। মুবারক এই বিষয়টির ব্যাখ্যার ক্ষেত্রে উপরোক্ত সূক্ষ্ম বিষয়গুলোয় কিঞ্চিৎ আলোকপাত করা হলো। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০১

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০২

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০৩

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ১০৪

একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০৬