পূর্ব প্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা
পূর্বোল্লিখিত পবিত্র হাদীছ শরীফ উনার মুবারক দ্বিতীয় অংশ হলো:
اَلْـهَيْـبَةُ فِىْ قُـلُوْبِ الْفَجَرَةِ
অর্থ: “গুনাহগার, ফাসিক, ফুজ্জারদের অন্তরে উনাদের প্রতি ভয়-ভীতির সঞ্চার হবে।” অর্থাৎ যে সকল সুমহান ব্যক্তিবর্গ উনারা মহা-সম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক হিফাযত করেন, নিজেরা পালন করেন এবং উনাদের মুবারক উসীলায় অন্যরাও পালনে অভ্যস্ত হন, ওই সকল সম্মানিত ব্যক্তিবর্গ উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি খাছ চারটি নিয়ামত মুবারক দান করেন। তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে: ফাসিক, ফুজ্জার, ও গুনাহগাররা উনাদেরকে ভয় করবে। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত, মহাপবিত্র সুন্নত মুবারক পালন এবং অন্যকে পালনে অভ্যস্ত করে তোলায় ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহহার, মুত্বহহির, আছ ছমাদ, আওলাদে রসূল, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম এবং উনার যাওজুম মুকাররাম, ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মাখদূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, লিসানুল হক, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা কামিয়াবীর শীর্ষতম মাক্বামে অধিষ্ঠানের কারণে উনাদের প্রতি মানুষের সীমাহীন সম্মানবোধ ও ভীতির সঞ্চার হয়েছে। এই মুবারক বিষয়টিকেই অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রোব বা ভীতিপ্রদ সম্মান হিসেবে উল্লেখ করা হয়েছে:
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُصِرْتُ بِالرُّعْبِ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, রোব অর্থাৎ ভীতিপ্রদ সম্মান মুবারক দ্বারা আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি।” সুবহানাল্লাহ!
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি