পূর্ব প্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের
একনিষ্ঠ অভ্যস্ততা:
এই সম্মানিত নিয়ামতরাজির হিস্যা কায়িনাতবাসী ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং উনার যাওজুম মুকাররাম, ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের হাদিয়াকৃত পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে লাভ করছেন। সুবহানাল্লাহ!
প্রতি বছর পবিত্র যিলহজ্জ শরীফ মাসে পবিত্র কুরবানী উপলক্ষে হাজার হাজার গরু, মহিষ, খাসী ইত্যাদি কুরবানী করা হচ্ছে। এ ছাড়া প্রতি আরবী মাসের পবিত্র ১২ই শরীফে পবিত্র মাহফিল সমূহের ইন্তিজামসহ শত শত গরু, মহিষ, খাসী ইত্যাদি পবিত্রতম নাম মুবারকসমূহে আক্বীক্বা করা হচ্ছে। এই সকল নিয়ামত মুবারকসমূহ সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের মুবারক উসীলাতেই কায়িনাতবাসী হাছিল করছেন। সুবহানাল্লাহ!
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বাস্তবতায় চতুর্থ পর্যায়ের নিয়ামত মুবারক, অর্থাৎ সম্মানিত দ্বীন-ইসলাম উনার ব্যাপারে নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পরিপূর্ণ ধারক ও বাহক হয়েছেন বলেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের পক্ষে পবিত্র রাজারবাগ দরবার শরীফসহ উল্লিখিত যাবতীয় নিয়ামতসম্ভার কায়িনাতবাসীকে হাদিয়া করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ!
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার প্রথম বিষয়টি অর্থাৎ-
اَلْمَحَبَّةُ فِىْ قُلُوْبِ الْبَرَرَةِ …..
অর্থ: “নেককার আল্লাহওয়ালাগণ ওই ব্যক্তিকে মুহব্বত করবেন।” মহান আল্লাহ পাক বিশ্বব্যাপী উনার আখাছছুল খাছ বান্দা-বান্দী উনাদের সকলকেই মুহব্বত করবেন। আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি এবং উনার জাওযুল মুকাররাম, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সে কারণে উনারা মহান আল্লাহ পাক উনার মক্ববুল প্রিয় মাহবূবা ও মাহবূব এবং এ কারণে উনাদের শান-মান-মর্যাদা-মাক্বাম সারা বিশ্বে প্রকাশিত ও সমাদৃত। সুবহানাল্লাহ!
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি