এক নজরে মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র সীরাত মুবারক

সংখ্যা: ২৬৪তম সংখ্যা | বিভাগ:

قُل لَّا اَسْاَلُكُمْ عَلَيْهِ اَجْرً‌ا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْ‌بٰى.

অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতদেরকে বলুন, আমি তোমাদের নিকট কোন বিনিময় চাই না (প্রকৃতপক্ষে উম্মতের পক্ষে বিনিময় দেয়াও সম্ভব নয়; বিনিময় দেয়ার চিন্তা করাটাও হবে কুফরীর শামিল তবে উম্মতকে যেহেতু নাজাত ও সন্তষ্টি লাভ করতে হবে সে কারণে) তোমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, আমার ঘনিষ্টজন অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা শূরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)

হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ عَـلِـىٍّ كَرَّمَ اللهُ وَجْهَه عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَرْبَعَةٌ اَنَا لَـهُمْ شَفِيْعٌ يَّوْمَ الْقِيَامَةِ الْـمُكْرِمُ لـِذُرِّيَـتِـىْ وَالْقَاضِىْ لَـهُمْ حَوَائِجَهُمْ وَالسَّاعِىْ لَـهُمْ فِـىْ اُمُوْرِهِمْ عِنْدَ اضْطِرَارِهِمْ اِلَيْهِ وَالْمُحِبُّ لَـهُمْ بِقَلْبِه وَلِسَانِه.

অর্থ: “সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ক্বিয়ামতের দিন চার শ্রেণীর লোকদের সুপারিশ করবোÑ এক. যাঁরা আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সম্মান করবেন। দুই. যাঁরা আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মালী তথা আর্থিকভাবে সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিবেন। তিন. যাঁরা আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে জান দিয়ে তথা শারীরিকভাবে সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিবেন। এবং চার. যাঁরা আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে অন্তরে মুহব্বত করবেন এবং জবানে উনাদের সম্মানিত ছানা-ছিফত মুবারক বর্ণনা করবেন।” সুবহানাল্লাহ! (জামিউল আহাদীছ ৪/২২৯, জামউল জাওয়ামি’, সুবুলুল হুদা ওয়ার রশাদ ৭/১১, দায়লামী শরীফ)

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন তারকারাজীসহ আসমানবাসী-যমীনবাসী, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্যই নিরাপত্তাদানকারী। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে, উনাদের উছীলায় ক্বিয়ামত পর্যন্ত এই উম্মত, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ! অর্থাৎ ক্বিয়ামত পর্যন্ত সবসময় দুনিয়ার যমীনে মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা অবস্থান মুবারক করবেন। আর উনাদের সম্মানার্থেই ক্বিয়ামত পর্যন্ত সমস্ত কায়িনাত টিকে থাকবে। সুবহানাল্লাহ! উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান মুবারক এক কথায় উনারা শুধু মহান আল্লাহ পা ক তিনি নন এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন। এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক রয়েছে সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী হচ্ছেন উনারা। সুবহানাল্লাহ! উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহতাজ। এছাড়া কায়িনাতের অন্য কারো মুহতাজ নন; বরং কায়িনাতের সকলেই উনাদের মুহতাজ। সুবহানাল্লাহ!

অতএব, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে হাক্বীক্বী আদব ও হুসনে যন  পোষণ করতে হবে। উনাদের সীরাত মুবারক, সাওয়ানেহ উমরী এবং খুছুছিয়ত মুবারক সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। যা সকল মুসলমানের জন্য ফরজ-ওয়াজিব।

প্রচলিত কিতাবাদিসমূহে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে উল্লেখযোগ্য আলোচনা পাওয়া যায়না। তবে উনাদের মুবারক সাওয়ানেহ উমরী ও মুবারক স্তর সম্পর্কে বেমেছাল বেনযীর এবং সর্বাধিক বিশুদ্ধ, সুস্পষ্ট তাজদীদ মুবারক করেছেন যামানার ইমাম ও মুজতাহিদ, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, রসূলে নুমা, সুলত্বানুল আরিফীন, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, ইমামুল আইম্মাহ, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলতানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, মাওলানা, সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি। উনার নছীহত মুবারক হতে কতিপয় বিশেষ বিষয় পাঠকের সুবিধার্থে ছক আকারে তুলে ধরা হলো।

 

 

প্রথম স্তর: মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রথম স্তরে হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনারা।

নাম মুবারক সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম
বিলাদতী শান মুবারক প্রকাশ স্থান সম্মানিত মক্কা শরীফ সম্মানিত মদীনা শরীফ
সন হিজরত মুবারক উনার ৭৮ বছর ৮ মাস ১০ দিন পূর্বে সম্মানিত হিজরত মুবারক উনার ৭২ বছর পূর্বে
তারিখ পবিত্র ২রা রজবুল হারাম শরীফ পবিত্র ৫ই রবীউল আউওয়াল শরীফ
বার লাইলাতুস সাব্ত শরীফ ইয়াওমুল জুমুয়াহ
সময় রাত্রে বা’দ ফজর
পবিত্র নিসবাতুল আযীম শরীফ সম্মানিত হিজরত মুবারক উনার ৫২ বছর ৮ মাস পূর্বে পবিত্র ১লা রজবুল হারাম শরীফ লাইলাতুল জুমআ বা’দ মাগরিব সম্মানিত মক্কা শরীফে অনুষ্ঠিত হয়।
বিছালী শান মুবারক প্রকাশ সন সম্মানিত হিজরত মুবারক উনার ৫৩ বছর ২ মাস পূর্বে সম্মানিত হিজরত মুবারক উনার ৪৭ বছর পূর্বে
তারিখ পবিত্র ২রা মুহররমুল হারাম শরীফ পবিত্র ১০ই রবীউল আউওয়াল শরীফ
বার ইয়াওমুল জুমুয়াহ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ
সময়  সকাল ইশরাক উনার ওয়াক্ত শেষ হয়ে চাশত বা দ্বোহা উনার ওয়াক্ত শুরু হওয়ার পর
সম্মানিত রওযা শরীফ সম্মানিত মদীনা শরীফ সম্মানিত আবওয়া শরীফ
দুনিয়াবী হায়াত মুবারক ২৫ বছর ৬ মাস ২৫ বছর

দ্বিতীয় স্তর: সম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। মশহূর বা প্রসিদ্ধ বর্ণনা মতে, সম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সংখ্যা মুবারক তেরজন। নিম্নে ধারাবাহিকভাবে উনাদের সম্মানিত ইসিম মুবারক উল্লেখ করা হলো:

 

১.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ঊলা কুবরা (হযরত খাদীজা) আলাইহাস সালাম।

২.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ (হযরত সাওদাহ বিনতে যাম‘আহ) আলাইহাস সালাম।

৩.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ (হযরত আয়িশা) আলাইহাস সালাম।

৪.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রাবি‘য়াহ ইবনাতু আবীহা (হযরত হাফছাহ) আলাইহাস সালাম।

৫.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল খামিসাহ উম্মুল মাসাকিন (হযরত যাইনাব বিনতে খুযাইমাহ) আলাইহাস সালাম।

৬.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাদিসাহ (হযরত উম্মু সালামাহ বিনতে আবী উমাইয়্যাহ) আলাইহাস সালাম।

৭.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘য়াহ আত্বওয়ালু ইয়াদান (হযরত যাইনাব বিনতে জাহ্শ) আলাইহাস সালাম।

৮.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ (হযরত জুওয়াইরিয়া) আলাইহাস সালাম।

৯.   উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘য়াহ (হযরত রায়হানাহ বিনতে শাম‘ঊন) আলাইহাস সালাম।

১০. উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরাহ (হযরত ছফিয়্যাহ বিনতে হুইয়াই আখত্বব) আলাইহাস সালাম।

১১. উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার (হযরত উম্মু হাবীবাহ বিনতে আবী সুফিয়ান) আলাইহাস সালাম।

১২. উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ ‘আশার (হযরত মারিয়াহ ক্বিবতিয়াহ) আলাইহাস সালাম।

১৩. উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ‘আশার (হযরত মাইমূনাহ বিনতে হারিছ) আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!

 

তৃতীয় স্তর: হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নূরে মুজাসসাম হাবীল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ছেলে সন্তান আলাইহিমুস সালাম) উনারা এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মেয়ে সন্তান আলাইহিন্নাস সালাম) উনারা এবং উনাদের আওলাদ আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালামগণ উনারা।

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আবনা আলাইহিমুস সালাম উনাদের সীরাত মুবারক:

নাম মুবারক ইবনু রসূল আন নূরুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম ইবনু রসূল আন নূরুছ ছানী সাইয়্যিদুনা হযরত ত্বইয়িব আলাইহিস সালাম ইবনু রসূল আন নূরুছ ছালিছ সাইয়্যিদুনা হযরত ত্বাহির আলাইহিস সালাম ইবনু রসূল আন নূরুর রাবি’ সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম
বিলাদতী শান মুবারক প্রকাশ সন আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় সাড়ে ১২ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৯ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৮ বছর পূর্বে ৮ম হিজরী
তারিখ ২রা রমাদ্বান শরীফ ২রা রবী‘উল আউওয়াল শরীফ ৪ঠা রবী‘উল আউওয়াল শরীফ ২রা যিলহজ্জ শরীফ
বার ইয়াওমুছ ছুলাছা’ শরীফ খমীস ইয়াওমুল আরবিয়া’ শরীফ লাইলাতুল জুমুয়াহ
সময় সকাল লাইলাতুল খমীস সকাল রাত
বিছালী শান মুবারক প্রকাশ সন আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ১১ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৯ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৮ বছর পূর্বে ১০ম হিজরী
তারিখ ২রা রজবুল হারাম শরীফ ৮ই রবীউল আউওয়াল শরীফ  ১২ রবীউল আউওয়াল শরীফ ১০ই রবীউল আউওয়াল শরীফ
বার ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ ইয়াওমুল আরবিয়া’ শরীফ  ইয়াওমুল খমীস শরীফ ইয়াওমুছ ছুলাছা
সময় ভোররাত্র  বা’দ আছর চাশ্ত সকাল
পবিত্র রওযা শরীফ পবিত্র মক্কা শরীফ মদীনা শরীফ
দুনিয়াবী হায়াত মুবারক ২২মাস ৭ দিন  ৮ দিন ১৫ মাস ৮ দিন

 

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত বানাত আলাইহিন্নাস সালাম উনাদের সীরাত মুবারক:

নাম মুবারক বিনতু রসূল আন নূরুল ঊলা সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম বিনতু রসূল আন নূরুছ ছানিয়াহ সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম বিনতু রসূল আন নূরুছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম বিনতু রসূল আন নূরুর রবিয়াহ’ সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুুয যাহরা আলাইহাস সালাম
বিলাদতী শান মুবারক প্রকাশ সন আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ১১ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৭ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৫ বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ৩ বছর পূর্বে
তারিখ ২১শে জুমাদাল উখরা শরীফ ৩রা রবী‘উছ ছানী শরীফ ১১ই জুমাদাল ঊলা শরীফ ২০শে জুমাদাল উখরা শরীফ
বার ইয়াওমুল জুমুয়াহ শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ ইয়াওমুস সাবত শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ
সময় বা’দ ফজর সকাল রাত্র সুবহে ছাদিক্বের সময়
বিছালী শান মুবারক প্রকাশ সন ৮ম হিজরী ২য় হিজরী ৯ম হিজরী ১১ হিজরী
তারিখ ৮ই মুহাররমুল হারাম শরীফ ১৮ই রমাদ্বান শরীফ ৬ রমাদ্বান শরীফ ৩ রা রমাদ্বান শরীফ
বার ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ ইয়াওমুস সাব্ত ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ
সময়  ইশরাকের ওয়াক্তে রাতের শেষার্ধে বাদ—ফজর  বা’দ আছর
পবিত্র রওযা শরীফ পবিত্র মদীনা শরীফ
দুনিয়াবী হায়াত মুবারক ৩০ বছর ৬ মাস ১৭ দিন ২১ বছর ৫ মাস ১৫ দিন ২৬ বছর ৩ মাস ২৫ দিন ২৬ বছর ২ মাস ১৩ দিন

 

-আল্লামা আহমদ নুছাইর।

-:দৈনিক আল ইহসানের বিশেষ ব্যানার হেডিং তথা তাজদীদের ধারাবাহিকতায় মুজাদ্দিদে আ’যমের মুবারক সংযোজন:- ইসলাম- বিধর্মীদের ধর্ম পালনে কোন বাধা দেয় না। কারণ, প্রত্যেকেই তার নিজ ধর্ম পালনে স্বাধীন। ইসলাম- মুসলমানদের জন্যও বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার অনুমোদন করে না। পাশাপাশি মুসলমানদেরকে বিধর্মীদের অনুষ্ঠানে যেতে বিধর্মী কর্তৃক উৎসাহিত করাটাও শরীয়তসম্মত নয়। কেননা, মুসলমানরা বিধর্মীদেরকে ইসলাম পালনে বাধ্য করে না।

সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আতক্বিয়া, হাদিউল আওলিয়া, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিলাদত শরীফ উপলক্ষে সাইয়্যিদুল আ’ইয়াদ, ঈদে আ’যম, ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন প্রসঙ্গে

মিছবাহুদ্ দুজা, মিফতাহুদ্ দারা, খইরুল ওয়ারা, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্রতম দেহ মুবারক, ঘাম মুবারক ও থুথু মুবারক-এর সৌরভের কাছে যত রকমের খুশবু আছে সবই ম্লান হয়ে যায়

আকমালুল মাওজূদাত, আজমালুল মাখলূক্বাত, আল্মুওয়াইইয়াদু বিওয়াদ্বিহিল বাইয়্যিনাত, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বৈশিষ্ট্য থেকেই সমস্ত আম্বিয়া আলাইহিমুস্ সালাম ও আওলিয়ায়ে কিরামগণ বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন

আখলাকুহূ হামীদাহ, আফয়ালুহূ জামীলাহ, আলত্বাফুহূ কারীমাহ, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সদাচরণ হযরত উম্মুল মু’মিনীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্নাগণের সাথে