-মুহম্মদ সাদী
পূর্ব প্রকাশিতের পর
সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার খালিছ ওলীআল্লাহ হওয়ার কারণে বড় বড় ওলীআল্লাহ তথা গউছ, কুতুব, আবদালগণ উনাকে চিনতেন এবং তদনুযায়ী উনারা উনাকে যথাযথ তা’যীম তাকরীম করতেন
এক পর্যায়ে ওই বুযুর্গ ব্যক্তি অদৃশ্য হয়ে যান। এই মুবারক ঘটনা জানার পর আলোচ্য বুযুর্গ ব্যক্তি উনার পরিচয় সম্পর্কে সবিনয়ে জানতে চাওয়া হলে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি বলেন: “আগন্তুক ওই বুযুর্গ ব্যক্তি তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম।” সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তরফ থেকে মুবারক নির্দেশিত হয়েই হযরত খিজির আলাইহিস সালাম তিনি পবিত্র রাজারবাগ শরীফ উনার ৫নং আউটার সার্কুলার রোডস্থ বাড়ী মুবারকের সামনে মুবারক বার্তা পৌঁছে দেয়ার জন্যই যে এসেছিলেন, এতে সন্দেহের কোনোই অবকাশ নেই। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি এবং রহমাতুল্লিল আলামীন, রউফুর রহীম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, অর্থাৎ উনারা ফেরেশতাকুল আলাইহিমুস সালামসহ সকল মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় উনাদের নৈকট্যধন্য সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ ও মুজাদ্দিদ উনাদের মুবারক আগমন বার্তা কায়িনাতবাসীকে আগাম জানিয়ে দিয়ে থাকেন। হযরত খিজির আলাইহিস সালাম উনার মাধ্যমে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক আগমন এবং সমগ্র বিশ্ব পরিসরে উনার মুবারক প্রভাব ও প্রচার সম্পর্কে আগাম সংবাদ পৌঁছানো উদ্দিষ্ট প্রক্রিয়ারই মুবারক বাস্তবায়ন। সুবহানাল্লাহ!
আলোচিত মুবারক বিষয়টি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার অনন্য কারামতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আওলাদ আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরম ইতমিনান
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুহইউস সুন্নাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, ক্বইয়ূমুযযামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, জামিউল আলক্বাব, জামিউন নিসবত, হুজ্জাতুল ইসলাম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল, ইমামুল উমাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ এবং হাক্বীক্বী নববী নকশায় কুল কায়িনাতব্যাপী উনার অপ্রতিরোধ্য মুবারক তাজদীদসহ অমিয় হিদায়েত-নছীহত উনাদের বিস্তার ও বাস্তবায়নের যে মুবারক কর্মতৎপরতা ও ক্রমবর্ধিষ্ণু আঞ্জাম রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম সময় থেকে শুরু হয়েছে, সে সবের পুঞ্জীভূত নিয়ামত সম্ভারে সমৃদ্ধ হলেন ওলীয়ে মাদারযাদ, আওলাদুর রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইসমে আ’যম, আফযালুল ইবাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, ছাহিবে কাশফ ওয়াল কারামত, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, আবু মুজাদ্দিদিল আ’যম আলাইহিমাস সালাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি