সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন: “সর্বক্ষণ কুল কায়িনাত-এর সর্বত্র সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উপস্থিতি, অর্থাৎ তিনি সর্বত্র সর্বক্ষণ হাযির ও নাযির। সুবহানাল্লাহ! তিনি পর্দার আড়ালে থাকেন বিধায় উনাকে দেখতে পাওয়া যায় না। পর্দা উঠে গেলেই উনার সঙ্গে পবিত্র সাক্ষাৎ ঘটে থাকে। সর্বনিকৃষ্ট ধর্মব্যবসায়ী উলামায়ে সূ’দের নিকট দুর্বোধ্য বিধায় বিষয়টি তারা অস্বীকার করে থাকে। নাউযুবিল্লাহ! সাধারণ মুসলমান উনাদের নিকট বিষয়টি অবোধ্য বিধায় উনারা নীরব থাকেন।
নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে উনার প্রিয়তম আওলাদ, উনার ক্বায়িম-মাক্বাম উনার আখাছছুল খাছ নায়িব, উনার মনোনীত সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সার্বক্ষণিক দীদার। পবিত্রতম এ দীদার মুবারক কখনোই পর্দায় ঢাকা পড়েনা। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সার্বক্ষণিক দীদারে তিনি মশগুল রয়েছেন। এক মুহুর্তের জন্যও পর্দার অন্তরাল নেই। সুবহানাল্লাহ!
সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ, যিনি মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার এবং উনার প্রিয়তম রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অবিচ্ছেদ্য নৈকট্য-সংযোগে অবস্থান করেন, মহান আল্লাহ পাক উনার উদ্দিষ্ট ব্যবস্থায় কায়িনাতের সংশ্লিষ্ট সকলেই উনার সম্পর্কে অবহিতিলাভ করে থাকেন। উনার সীমাহীন মর্যাদা, মাক্বাম ও নিগূঢ় নৈকট্য-সংযোগ-এর কারণে সকলেই উনার প্রতি অবনত থাকেন। সুবহানাল্লাহ!
এ কারণেই ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার বেমেছাল শান-মান, মর্যাদা-মর্তবা-মাক্বাম সম্পর্কে রিজালুল গইব এবং সূক্ষদর্শী মাহবুব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনারাসহ সকলেই অবহিত ও অবনত। উনার সীমাহীন মর্যাদা ও মাক্বাম উনার সঙ্গে সংশ্লিষ্ট বিধায় এটি উনার বিশেষ কারামত অভিধায় অভিষিক্ত। সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি