-মুহম্মদ সাদী
পূর্ব প্রকাশিতের পর
মুজাদ্দিদে আ’যম পুত্র আলাইহিস সালাম উনার কষ্টের কথা অবহিত হয়ে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনার (সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম) পবিত্র মুখ মুবারক ও পবিত্র গলা মুবারকে ফুঁক দেন। মুবারক ফুঁক দেয়ার সঙ্গে সঙ্গেই সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরিপূর্ণরূপে সুস্থতাগ্রহণ করেন। নিমিষেই উনার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ! নিঃসন্দেহে এটি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার অনন্য কারামত। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার শান-মান, মর্যাদা
ও মাক্বাম সম্পর্কে রিজালুল গইব উনারাও অবহিত
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা উনার মাহবূব ওলী উনারা মাহফূয। মহান আল্লাহ পাক তিনিই উনাদেরকে হিফাযত করে থাকেন। উনাদের প্রতি মাখলূক্বের ইহানত-অবজ্ঞা মহান আল্লাহ পাক তিনি বরদাশত করেন না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:
احبوا اولياء الله فانـهم هم الـمقبولون ولاتبغضوهم فانـهم هم الـمنصورون
অর্থ: “তোমরা মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদেরকে মুহব্বত করো, নিশ্চয়ই উনারা মাক্ববুল। আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না, নিশ্চয়ই উনারা সাহায্যপ্রাপ্ত।”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:
عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عاد لى وليا فقد اذنته بالـحرب
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন: “যে ব্যক্তি আমার ওলী উনার বিরোধিতা করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।”
সূক্ষ্মদর্শী মাহবূব ওলী উনাদেরকে মুহব্বত করার জন্য এবং উনাদের মান-শান উপলব্ধি করার জন্য মহান আল্লাহ পাক তিনি সমগ্র মাখলূক্বাতকে অবহিত করে থাকেন। এই মর্মে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন:
ان الله اذا احب عبدا دعا حضرت جبريل عليه السلام فقال انى احب فلانا فاحبه قال فيحبه حضرت جبريل عليه السلام ثم ينادى فى السماء فيقول ان الله يحب فلانا فاحبوه فيحبه اهل السماء ثم يوضع له القبول فى الارض.
“মহান আল্লাহ পাক তিনি যখন কোনো বান্দাকে মুহব্বত করেন, তখন তিনি হযরত জিবরাঈল আলাইহিস সালাম উনাকে ডেকে বলেন: আমি অমুক বান্দাকে মুহব্বত করি। সুতরাং আপনিও উনাকে মুহব্বত করুন। তখন হযরত জিবরাঈল আলাইহিস সালাম তিনি উনাকে মুহব্বত করতে থাকেন। অতঃপর তিনি আসমানবাসীকে জানিয়ে দেন: মহান আল্লাহ পাক তিনি অমুক বান্দাকে মুহব্বত করেন। সুতরাং আপনারাও উনাকে মুহব্বত করুন। তখন আসমানবাসীও উনাকে মুহব্বত করতে থাকেন। অতঃপর ওই বান্দাকে যমীনের সকল বান্দাও মুহব্বত করতে থাকেন।” সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি