-মুহম্মদ সাদী
পূর্ব প্রকাশিতের পর
বন্য পশুরাও তাঁবেদার
জীব-জন্তু, পশু-পাখিসহ কুলকায়িনাতের সকলেরই, সবকিছুরই রসূল হলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সকলেই উনাকে মুহব্বতকারী। সকলেই উনাকে তা’যীম-তাকরীমকারী। সকলেই উনার আজ্ঞাবহ। যেটুকু অবাধ্যতা তা কেবল জিন-ইনসানের! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা মনোনীত মাহবূব ওলীআল্লাহ, উনার যাঁরা আখাছছুল খাছ নায়িব উনাদেরও আজ্ঞাবহ কুলকায়িনাত। এটি উনাদের মুবারক মান, শান, মর্যাদা ও মরতবা। অন্য কথায় এটি উনাদের অনন্য কারামত। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুল আউলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, মুহিউদ্দীন হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন: “চন্দ্র, সূর্য আমার অনুমতি ছাড়া উদিত ও অস্তমিত হয় না। কায়িনাতের সবাই আমার আজ্ঞাবহ।” সুবহানাল্লাহ
তিনি আরো বলেছেন: “পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোন মুরীদের যদি পরনের লুঙ্গির বাঁধন খুলে যায়, তবে আমি পশ্চিম প্রান্ত থেকে তা ঠিক করে দিয়ে থাকি। ইহকাল ও পরকালের সকল ঘটনা আমার অবহিতিতেই সংঘটিত হয়। কুলকায়িনাত পরিচালনার যাবতীয় বিষয়ে আমি ইন্তিযামকারী। আমি লাওহে মাহফূজ উনার ইবারত দেখে দেখে পাঠ করি। আমি মানুষের বাকশক্তি ও হাল ছিনিয়ে নিয়ে থাকি। আমাকে সৃষ্টি করা মহান আল্লাহ পাক উনার অন্যান্য সমুদয় কাজের চেয়ে শ্রেষ্ঠ।” এই যোগ্যতা ও মাক্বামাত শুধু ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুল আউলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, মুজাদ্দিদে যামান, সুলত্বানুল আরিফীন, সাইয়্যিদ মুহিউদ্দীন আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সকল মাহবূব ওলীআল্লাহ উনারাও এই অতুলনীয় যোগ্যতা ও মাক্বামাত উনার ধারক ও বাহক। সুবহানাল্লাহ!
ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, আফদ্বালুল আউলিয়া, ইমামুল আউলিয়া, সিরাজুল উম্মত, খজীনাতুর রহমাহ, কুতুবুল আলম, নূরুণ আ’যীম, ছেলাহে উম্মত হযরত ইমাম শায়েখ আহমদ ফারূক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি তিনি ক্বাইউমে আউয়াল। নিজের ভিতর ক্বাইউমিয়াতের দায়িমী প্রভাবে তিনি বলেন: “মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি আমাকে যে অপরিমেয় কুওওয়াত ও যোগ্যতা দান করেছেন, তাতে আসমান ও যমীন আমি একাকার করে দিতে পারি।” সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক দান ও মদদপ্রযুক্ত অপরিমেয় নিয়ামতরাজিতে বেমেছাল কুওওয়াত ও যোগ্যতাসম্পন্ন অনেক অলীআল্লাহ উনাদের অসংখ্য মুবারক ঘটনা রয়েছে। বিশেষ করে পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি যে বিস্ময়কর রূহানী কুওওয়ৎ, অদম্য রোব, অতুলনীয় যোগ্যতার অধিকারী, তা উপলব্ধির সমঝ ও অনুভূতি এবং তা প্রকাশের ভাষা সৃষ্টি হয়নি। (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি