ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২০০

সংখ্যা: ২৬০তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সা’দী

পূর্ব প্রকাশিতের পর

মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আওলাদ আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরম ইতমিনান:

পূর্বেই বলা হয়েছে যে, ‘কাউছার’ শব্দ মুবারকের অসংখ্য-অগণিত অর্থের মধ্যে বিশেষ অর্থ হলো ‘খইরে কাছীর’, অর্থাৎ সমস্ত প্রকার ভালাই বা কল্যাণ। যিনি সম্মানিত ‘কাউছার’ উনার অধিকারী, উনাকে ‘ছাহিবে কাউছার’ লক্বব মুবারকে ভূষিত করা হয়। এখানে হাক্বীক্বীভাবে উপলব্ধি করার যা বিষয় তা হলো, ‘ছাহিবে কাউছার’ তিনি যেসব বস্তু বা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হন, কিংবা যেসব বস্তু বা বিষয় উনার সঙ্গে সম্পৃক্ত হয়, তার সবই ‘খইরে কাছীর’ বা সম্মানিত ‘কাউছার’ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

সম্মানিত ‘কাউছার’ উনার মূল হলেন আকরামূল আউওয়ালীন ওয়াল আখিরীন, রহমতুল্লিল আলামীন, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাক্বীক্বী ‘কাউছার’ উনার পূর্ণতম হিস্যা হাদিয়া মুবারক করার কারণে উনার সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় ও বস্তু এবং তিনি যেসব বিষয় ও বস্তুর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, সেসব কিছুই ‘খইরে কাছীর’ বা সম্মানিত ‘কাউছার’ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম ছূরত মুবারকে বাশার সৃষ্টি হওয়ার কারণে ঐ ছূরত মুবারক উনার মাখলূক্ব, অর্থাৎ মানুষ ‘আশরাফুল মাখলূক্বাত’ অভিধায় মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ! তিনি যমীনে পবিত্রতম তাশরীফ গ্রহণ এবং যমীনে পবিত্রতম অবস্থান মুবারক করার কারণে আসমানের চেয়ে যমীন লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদালাভে ধন্য হয়েছে। অনুরূপভাবে তিনি পবিত্র মদীনা শরীফে অবস্থান মুবারক করছেন বিধায় পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ সীমাহীন মর্যাদায় বিভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ! একই কারণে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে পবিত্র রওযা মুবারকে অবস্থান করার কারণে, পবিত্রতম রওযা মুবারক উনার মাটি মুবারক এবং পবিত্রতম রওজা শরীফ উনার সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় সম্মানিত আরশে মুয়াল্লাহ উনার উপর সীমাহীন মর্যাদায় প্রাধান্য লাভ করেছেন। সুবহানাল্লাহ!

প্রেক্ষিত কারণে যাঁরা হাক্বীক্বী নায়িবে নবী বা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকেন, উনারা পরিপূর্ণরূপে সম্মানিত ‘কাউছার’ উনার পরিমিত হিস্যা লাভের কারণেই উনাদের সঙ্গে সম্পৃক্ত সকল বিষয় ও বস্তু সম্মানিত ‘কাউছার’ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৩ -মুহম্মদ সাদী

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (২২) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-১৯ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৩ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৪