আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা’আলা জাল্লা শানুহূ উনার
কালাম শরীফ
মুসলমানদের প্রত্যেক সম্প্রদায় হতে একটা শ্রেণী অবশ্যই থাকা উচিত এজন্য যে, তারা দ্বীন সম্পর্কে ছহীহ সমঝ হাছিল করবে অতঃপর নিজ সম্প্রদায়কে সতর্ক করবে।
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
হাদীছ শরীফ
প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরয।
ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম মুদ্দা জিল্লুহুল আলী উনার
ক্বওল শরীফ
শরীয়তে যেসব বিষয় আদেশ করা হয়েছে এবং যেসব বিষয় নিষেধ করা হয়েছে সমুদয় বিষয় সম্পর্কে ইলম অর্জন করা প্রত্যেকের উপর ফরয। অতএব হজ্জ সম্পর্কে শরীয়তে যে বিধান বা শর্ত বর্ণনা করা হয়েছে তা জেনে সে মুতাবিক হজ্জ করা উচিত।