তোমাদেরকে হিদায়েত দান করার কারণে মহান আল্লাহ পাক উনার বড়ত্ব-মহত্ব বর্ণনা করো। অবশ্যই তোমরা শোকরগোযার বান্দার অন্তর্ভুক্ত হবে।
রোযাদারের ঘুম ইবাদতের অন্তর্ভুক্ত, রোযাদারের চুপ করে থাকা তাসবীহ পাঠের অন্তর্ভুক্ত, রোযাদারের আমলসমূহ দ্বিগুণ-বহুগুণে বৃদ্ধি করে দেয়া হয়
এবং রোযাদারের দুআ নিশ্চিত কবুলযোগ্য।
প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত মাহে রমাদ্বান শরীফ-এ সমস্ত হারাম ও নাফরমানীমুলক
কাজ থেকে বিরত থেকে এবং রোযা-নামাযসহ শরীয়তের যাবতীয় আদেশ পালন করে
হাক্বীক্বী শোকরগোযার বান্দা হওয়া।