তোমরা আমার নিকট দু’আ করো; আমিই তোমাদের দু‘আ কবূল করবো।
রোযা ও কুরআন শরীফ মহান আল্লাহ পাক উনার নিকট বান্দার জন্যে সুপারিশ করবে। রোযা বলবে, হে আমার রব! আমি তাকে দিনের বেলা খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন এবং কুরআন শরীফ বলবে, আমি তাকে রাতের বেলা নিদ্রা হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব, উভয়ের সুপারিশই কবুল করা হবে।
প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত মাহে রমাদ্বান শরীফ-এর হাক্বীক্বী হক্ব আদায় করে মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি হাছিল করা।