আপনার মহান রব তায়ালা উনার নিয়ামত মুবারক বর্ণনা করুন। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ছহিবে নিয়ামত বা সমস্ত নিয়ামতের মালিক হিসেবে লাভ করায় উনার ছানা-ছিফত মুবারক করা ফরজ।
নিয়ামত মুবারক উনার আলোচনা শুকরিয়া স্বরূপ আর নিয়ামত উনার আলোচনা হতে বিরত থাকা কুফরী। অর্থাৎ সমস্ত নিয়ামতের মালিক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক হতে গাফিল থাকা কুফরী।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে হাক্বীক্বীভাবে রুজু হয়ে দায়েমীভাবে উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, উনার জন্য খুশি প্রকাশ করা মুসলমান পুরুষ-মহিলা, জিন-ইনসান সকলের জন্যই ফরয।