মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম
তিনি পরম ইতমিনান
মূলত খলিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার পবিত্র আমল অন্তকালের জন্য সার্বক্ষণিক পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন, অর্থাৎ দায়িমীভাবে উনার মাহবূব, উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন ছানা-ছিফত উনার গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করতে পারতো না এবং আমলও সম্ভব হতো না। সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত সুন্নতসহ উপরোক্ত সকল বিষয়ের মাহাত্ম্য ও তাৎপর্য জিন-ইনসানসহ সকলের উপলব্ধিতে এনে প্রতিপালনে অভ্যস্ত করে তুলছেন। একই সঙ্গে সকল বিদয়াতী, হারাম আক্বীদা ও আমল থেকে সকলকে হিফাজত করছেন। সুবহানাল্লাহ!
এই মর্মে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আমর ইবনে আউফ রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন:
من أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِيْ قَدْ أُمِيتَتْ بَعْدِيْ فَإِنَّ لَهٗ مِنَ الْأَجْرِ مِثْلَ أُجُوْرِ مَنْ عَمِلَ بِـهَا
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: “ আমার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশের পর যে ব্যক্তি আমার অবলুপ্ত কোনো একটি সম্মানিত সুন্নত মুবারক উনাকে যিন্দা করবেন, উনার আমলনামায় সকল আমলকারীর সমপরিমাণ ছাওয়াব অন্তর্ভুক্ত হবে। এ ক্ষেত্রে মূল আমলকারীর ছাওয়াব কম করা হবে না।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, ইবনে মাযাহ শরীফ)
ছাহিবে নিয়ামত, ছাহিবে সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রহমতুল্লিল আলামীন, আছছমাদ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামগ্রিক কামিয়াবী-সমৃদ্ধ কার্যাবলীর সূচনা মুবারক এবং ব্যাপ্তি মুবারক ঘটেছে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদূমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির আছছমাদ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত আম্মাজান ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মাখদুমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির, ত্বহিরা ওয়াত ত্বইয়্যিবা, আছছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার সরাসরি মুবারক উছীলায়। সুবহানাল্লাহ! (চলবে)