পূর্ব প্রকাশিতের পর
মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরম ইতমিনান:
আলোচ্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার দ্বিতীয় শর্ত মুবারক মুতাবিক যাঁরা মহাসম্মানিত এবং মহাপবিত্র হাদীছ শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাহ শরীফ ব্যাখ্যা-বিশ্লেষণ করবেন, প্রচার-প্রসার করবেন এবং অনুধাবনে ও পালনে মানুষকে অভ্যস্ত করে তুলবেন, উনারা হলেন সম্মানিত খলীফা। পবিত্র এই কাজটির আঞ্জামদানের জন্য পরিপূর্ণ যোগ্যতার অধিকারী হওয়া অপরিহার্য। সীমাহীন ইলিম হাছিলসহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন রহমতুল্লিল আলামীন, মালিকুত তামাম, ক্বসিমুন নিয়াম, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে দায়িমী নিগৃঢ় তায়াল্লুক-নিসবত মুবারক থাকা অত্যাবশ্যক। কারণ তিনিই হলেন যাবতীয় মহাসম্মানিত ও পবিত্র ইলিম মুবারক উনার মালিক এবং তিনিই হলেন ইলিমসহ সমগ্র মহাসম্মানিত ও মহাপবিত্র নিয়ামত মুবারক বন্টনের মূল। সুবহানাল্লাহ! (চলবে)