পূর্ব প্রকাশিতের পর
মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরম ইতমিনান:
স্মরণীয় যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম যামানায় মহাসম্মানিত হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম এবং মহাসম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলেই আলোচ্য সম্মানিত খলীফা, নায়িব বা প্রতিনিধি হওয়ার কোশেশ করেছেন এবং পূর্ণাঙ্গরূপে কামিয়াবী হাছিল করেছেন। সুবহানাল্লাহ!
তবে পরবর্তীকালে অবশিষ্ট তিনটি ফযীলতপূর্ণ নিয়ামত মুবারক লাভ করার জন্য আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথক তিনটি শর্ত মুবারক আরোপ করেছেন। সুবহানাল্লাহ!
সমগ্র চারটি শর্ত মুবারক উনাদের হাক্বীক্বী মিছদাক্ব হলেন ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহহির, আছছমাদ, আবূ মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার ছাহিবাতুল মুকাররামা, উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহহির, আছ ছমাদ, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনারা। সুবহানাল্লাহ!
আখিরী যামানায় মুবারক তাশরীফ আনা সত্ত্বেও প্রাণের আক্বা, ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা মামদূহজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান-আম্মাাজান ছল্লাল্লাহু আলাইহিমা ওয়া সাল্লাম হিসেবে এবং আখাছছুল খাছ আহলু বাইত শরীফ ছল্লাল্লাহু আলাইহিমা ওয়া সাল্লাম হিসেবে উনারা (সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম যামানার যাবতীয় নিয়ামত মুবারক লাভে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ!
মুবারক এই বিষয়টি খ্বলিক মালিক রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:
وَالسَّابِقُوْنَ الْأَوَّلُوْنَ مِنَ الْمُهَاجِرِيْنَ وَالْأَنْصَارِ وَالَّذِيْنَ اتَّـبَـعُوْهُمْ بِإِحْسَانٍ رَّضِيَ اللهُ عَنْـهُمْ وَرَضُوْا عَنْهُ
অর্থ: “মুহাজির এবং আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে যাঁরা অগ্রগণ্য এবং উনাদেরকে যাঁরা ক্বিয়ামত পর্যন্ত উত্তমভাবে অনুসরণ করবেন, উনাদের সকলের উপরই মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট। আর উনারাই মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা তওবা শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১০০) (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি