খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

সংখ্যা: ১৭৯তম সংখ্যা | বিভাগ:

কাদিয়ানী রদ!

(ষষ্ঠ ভাগ)

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খণ্ডে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। আল্লাহ্ পাক আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন)। এক্ষেত্রে তাঁর কিতাব থেকে হুবহু উদৃত  করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়)।

(ধারাবাহিক)

হযরত বড়পীর ছাহেব গুনইয়াতোত্তালেবিন কেতাবের ২/৪৮ পৃষ্ঠায় লিখিয়াছেন;

رفع الله عزوجل عيسى عليه السلام الى السماء فيه.

“আল্লাহ্তায়ালা উক্ত আশুরার দিবসে হযরত ইছা আলাইহিস্ সালামকে আছমানে উঠাইয়া লইয়া ছিলেন।”

আরও গুনইয়াতোত্তালেবিন, ১/৯৮ পৃষ্ঠা;

فاوحى الله تعالى اليه الخ.

“আল্লাহতায়ালা হযরত ইছা আলাইহিস্ সালামকে অহি করিলেন, হে কুমারীর পুত্র, তুমি জান, কিরূপ আয়াত তোমার উপর নাজেল করা হইয়াছে? নিশ্চয় উহা শান্তির আয়াত, উহা তাঁহার কালাম, বিছমিল্লাহের রহমানের রহিম। তুমি দ-ায়মান, উপবেশন, শয়ন, গমনাগমন, তোমার আছমানে সমুত্থিত হওয়া ও তোমার তথা হইতে নামিয়া আসা অবস্থায় অধিক পরিমাণ পাঠ করিবে। যখন আল্লাহ তাঁহাকে আছমানে উঠাইয়া লন, তখন তিনি নতুন ধরণে তাঁহার দরজা তাহার শিষ্যগণকে প্রকাশ করেন।”

পীর মইনদ্দিন চিস্তি আনিছোল-আরওয়াহ কেতাবের ৮ পৃষ্ঠায় লিখিয়ায়েন;

چون شہر  ہاہمہ ازیں سراسر  خواب شود محمد بن عبد اللہ بیروں أید از شرق تا غرب عدل وی بگیرد عیسی از أسمان فرود أید.

যখন সমন্ত শহর ইহার জন্য উৎসন্ন হইয়া যাইবে, মোহম্মদ বেনে আব্দুল্লাহ (এমাম মাহদী) বাহির হইয়া পড়িবেন, পূর্ব্বদেশ হইতে পশ্চিম দেশ পর্যন্ত তাঁহার সুবিচার ব্যাপ্ত হইয়া পড়িবে এবং ইছা আলাইহিস্ সালাম আছমান হইতে নামিয়া আসিবেন।”

মাওলানা অলিউল্লাাহ ছাহেব ‘তাবিলো-আহাদিছ’এর ৬০ পৃষ্ঠায় লিখিয়াছেন;

واجمعوا على قتل عيسى ومكروا ومكر الله والله خير الماكرين فجعل له فيه مشابهة ورفعه الى السماء.

“আর ইহুদীগণ হযরত ইছা আলাইহিস্ সালাম-এর হত্যা সাধন করিতে সমবেত হইলেন, তাহারা চক্র করিয়াছিলেন আল্লাহ তাহাদের চক্রকে প্রতিহত করিলেন, আল্লাহ প্রতিহতকারিদিগের মধ্যে শ্রেষ্ঠতম। তখন আল্লাহ একজনকে হযরত ইছা আলাইহিস্ সালাম-এর আকৃতি প্রদান করিলেন এবং তাঁহাকে আছমানে উঠাইয়া লইলেন।” অসমাপ্ত

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র ইসলামী শরীয়ত উনার হুকুম মোতাবেক খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির। যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। (যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি) তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩দিন। এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড

কাদিয়ানী রদ!

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”