খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

সংখ্যা: ১৭৮তম সংখ্যা | বিভাগ:

কাদিয়ানী রদ!

(ষষ্ঠ ভাগ)

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খ-ে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। আল্লাহ্ পাক আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন)। এক্ষেত্রে তাঁর কিতাব থেকে হুবহু উদ্ধৃত করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষণীয়)।

(ধারাবাহিক)

আরও তিনি উহার ৯/৪৩৪ পৃষ্ঠায় লিখিয়াছেন;-

وان عيسى لعلم للساعة الى شرط من اشراطها تعلم به وفى الحديث ان عيسى ينزل على تنية فى الارض المقدسة وبيده حربة وبها يقتل الدجال.

“নিশ্চয় ইছা আলাইহিস্ সালাম কেয়ামতের শর্তগুলির মধ্যে একটি শর্ত্ত, তদ্বারা উহা জানা যাইবে। হাদিছে আছে, নিশ্চয় হজরত ইছা আলাইহিস্ সালাম পবিত্র জমির একটী স্তপের উপর নাজেল হইবেন তাঁহার হস্তে এক খন্ড কোড়া থাকিবে, তিনি উহা দ্বারা দাজ্জালকে হত্যা করিবেন।

এমাম এছফেরাইনি ‘লাওয়াএহোল-আনওয়ারেল-বাহি-য়া’র ২/৮৯ পৃষ্ঠায় লিখিয়াছেন;-

من علامات الساعة العظيمة الثلاثة ان ينزل من السماء عيسى بن مريم ونزوله ثابت  بالكتاب والسنة  و اجماع الامة.

“কেয়ামতের তিনটি বড় আলামতের মধ্যে একটী এই যে, ইছা বেনে মরয়েম আছমান হইতে নাজেল হইবেন। ইহা কোরআন, হাদিছ ও এজমায়ে-উম্মত হইতে সপ্রমাণ হইয়াছে।”

এমাম বয়হকি কেতাবোল-আছমা’র ৩০১। পৃষ্ঠায় এই হাদিছটী লিখিয়াছেন;-

قال رسول الله صلى الله عليه وسلم كيف انتم اذا نزل ابن مريم من السماء وانما اراد نزوله  من السماء  بعد الرفع  اليه.

“রাসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন, কিরূপ তোমাদের অবস্থা হইবে, যে সময় মরয়েমের পুত্র আছমান হইতে নামিয়া আসিবেন, তাঁহার উদ্দেশ্য হজরত ইছা আলাইহিস সালাম এর আছমানে সমুত্থিত হওয়ার পরে তথা হইতে নাজেল হওয়া।”

মাজমায়োল-বেহার, ১/১০২ পৃষ্ঠা;-

يبعث الله عيسى اى ينزله من السماء حاكما بشرعنا وانكر بعض المعتزلة نزوله وقتل الدجال.

“তৎপরে আল্লাহ্ ইছা আলাইহিস্ সালামকে আমাদের শরিয়ত অনুসারে হুকুমকারী রূপে আছমান হইতে নাজেল করিবেন। (ভ্রান্ত) মো’তাজেলা সম্প্রদায় তাহার নাজেল হওয়া ও দাজ্জাল হত্যা করা অস্বীকার করিয়াছে।” এই গ্রন্থকারের কথা কাদিয়ানি দল খুব মানিয়া লইয়া থাকেন।

মোল্লা আলি কারী মেরকাতের ৫/১৬০ পৃষ্ঠায় লিখিয়াছেন;-

(فينزل عيسى بن مريم) اى من السماء على منارة بيضاء دمشق.

“তৎপরে ইছা বেনে মরয়েম দেমাশকের সাদা মিনারের উপর আছমান হইতে নাজেল হইবেন।

অসমাপ্ত

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র ইসলামী শরীয়ত উনার হুকুম মোতাবেক খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির। যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। (যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি) তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩দিন। এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড

কাদিয়ানী রদ!

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”