কাদিয়ানী রদ!
(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পূনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টার কামিয়াবী দান করুন। আমীন!
যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।
(মির্জার মাহদী দাবি খণ্ডন)
(পূর্ব প্রকাশিতের)
(১১) মিশকাত শরীফ, ২৬৯ পৃষ্ঠা-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُوْنُ فِـىْ اٰخِرِ اُمَّتِىْ خَلِيْفَةٌ يـَحْثِى الْـمَالَ حَثْيًا وَلَا يَعُدُّهٗ. (رواه مسلم)
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের শেষভাগে একজন খলীফা হবেন, অঢেল ধন-সম্পদ বিলিয়ে দিবেন এবং তা গণনা করবেন না, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি ইহা রেওয়ায়েত করেছেন।”
(১২) মিশকাত শরীফ ৪৭১ পৃষ্ঠা-
عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـىْ قِصَّةِ الْـمَهَدِيِّ فَيَجِىْءُ اِلَيْهِ الرَّجُلُ فَيَقُوْلُ يَا مَهْدِيُّ اَعْطِنِىْ اَعْطِنِىْ قَالَ فَيَحْثِىْ لَهٗ فِـىْ ثَوْبِهٖ مَااسْتَطَاعَ اَنْ يَّـحْمِلَهٗ .
“হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত মাহদী আলাইহিস সালাম উনার অবস্থা বর্ণনা করেন, উনার নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলবে, হে হযরত মাহদী আলাইহিস সালাম! আপনি আমাকে কিছু প্রদান করুন, এতে তিনি দুই হাত পূর্ণ করে উনার কাপড়ে যে পরিমাণ তিনি বহন করতে পারেন সেই পরিমাণ অর্থ প্রদান করবেন। তিরমিযী ইহা রেওয়ায়েত করেছেন।”
এতে বুঝা যায় যে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার অধিকারে অর্থের আধিক্য হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার প্রকাশিত হওয়ার পূর্বে নিম্নোক্ত ঘটনাগুলি প্রকাশিত হবে। (চলবে)