কাদিয়ানী রদ!
(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পূনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টার কামিয়াবী দান করুন। আমীন!
যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।
(মির্জার মাহদী দাবি খণ্ডন)
(পূর্ব প্রকাশিতের)
(৯) মিশকাত শরীফ ৪৭১ পৃষ্ঠা-
عَنْ حَضْرَتْ اُمِّ الْـمْؤْمِنِيْنَ السَّادِسَةِ اُمِّ سَلَمَةَ عَلَيْهَا السَّلَامُ عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قاَلَ يَكُوْنُ اخْتِلافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ، فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِيْنَةِ هَارِبًا إِلٰى مَكَّةَ، فَيَأْتِيْهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُوْنَهٗ وَهُوَ كَارِهٌ. فَيُبَايِعُوْنَهٗ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ. وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنْ أَهْلِ الشَّامِ، فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِيْنَةِ. فَإِذَا رَأَى النَّاسُ ذٰلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ فَيُبَايِعُوْنَهٗ
অর্থ: “হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ উম্মু সালামা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, একজন খলীফা উনার (মৃত্যু) বিছালী শান মুবারক প্রকাশের সময় মতভেদ উপস্থিত হবে। এমতাবস্থায় মদীনা শরীফবাসী এক ব্যক্তি (তথা হতে) মক্কা শরীফ উনার দিকে চলে যাবেন নিজেকে লুকিয়ে রাখার জন্য। এতে মক্কা শরীফবাসী কতকগুলি লোক উনার নিকট উপস্থিত হয়ে উনাকে (প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাম বলে) নির্দেশ করবেন, কিন্তু তিনি (এই ইমামতে) নারাজ থাকবেন। তখন উনারা হাজরে আসওয়াদ ও মাক্বামে- ইবরাহীমের নিকট উনার হাতে বাইয়াত করবেন, তারপরে উনার বিরুদ্ধে শাম দেশ হতে একদল সেনা প্রেরণ করা হবে। তারা পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনার মধ্যস্থিত বায়দা নামক স্থানে ভূ-গর্ভে প্রোথিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। যখন লোকেরা এটা দেখতে পাবে, তখন শাম দেশের আবদাল শ্রেণীর ওলীআল্লাহগণ এবং ইরাকবাসী আছায়েব নামক ওলীআল্লাহগণ উনার নিকট উপস্থিত হয়ে উনার নিকট বাইয়াত গ্রহণ করবেন।” (চলবে)