তাওরাত, ইনজীল ও যাবূর কিতাবগুলো কি এখনো আছে?

সংখ্যা: ২০৭তম সংখ্যা | বিভাগ:

মাওলানা মুহম্মদ আব্দুল হামীদ, জুম্মারহাট, উলিপুর, কুড়িগ্রাম

সুওয়াল: তাওরাত, ইনজীল ও যাবূর কিতাবগুলো কি এখনো আছে? দয়া করে অবহিত করবেন?
জাওয়াব: এ কিতাবগুলো এখন আর অবিকৃত নেই। সবগুলো ইহুদী-খ্রিস্টানরা মূল কিতাব থেকে বিকৃত করেছে। বর্তমানে যে বাইবেল পাওয়া যায়, তা কিন্তু আসল ইনজীল শরীফ নয়। খ্রিস্টানরা ইহাকে পরিবর্তন করেছে। অতএব, বর্তমানে কেউ যদি এ সমস্ত কিতাব থেকে কোন উদ্ধৃতি দেয়, তাহলে তা গ্রহণ করা জায়িয হবে না। (সমূহ তাফসীর ও তারীখের কিতাব)

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ