মুহম্মদ আব্দুল মজীদ, রাজারহাট, কুড়িগ্রাম
সুওয়াল: ওয়াক্ত হয়েছে, কিন্তু এখনো আযান হয়নি। নামায পড়া যাবে কিনা? দয়া করে জানাবেন।
জাওয়াব: সাধারণত: এ অবস্থায় নামায পড়া যাবে। কিন্তু মসজিদে প্রথম জামায়াত অথবা বড় জামায়াতের জন্য আযান দিয়ে নামায পড়া সুন্নতে মুওয়াক্কাদাহ। (দুররুল মুখতার)