পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (৩২) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

সংখ্যা: ২৪২তম সংখ্যা | বিভাগ:

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (৩২)

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

-মুহম্মদ সাদী


পূর্বপ্রকাশিতের পর

 মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার সংবাদে পবিত্র রাজারবাগ দরবার শরীফস্থ সকলে এবং সারাদেশের অসংখ্য আশিকীন, মুহিব্বীনগণ সীমাহীন বেদনায় মুহ্যমান হয়ে পড়েন। শুরু হয় উনার পবিত্র শানে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত। হাজার হাজার বার পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়। একজন মুরীদ তিনি পবিত্র সূরা ইখলাছ শরীফ সোয়া লক্ষ বার পাঠ করেন। খতমে আম্বিয়া শরীফ পাঠ করা হয় লক্ষ লক্ষ বার। অসংখ্যবার পবিত্র মীলাদ শরীফ পাঠ করা হয় এবং পবিত্র ক্বিয়াম শরীফ করা হয়। উনার পবিত্র শানে আজ অবধি পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত অব্যাহত রয়েছে। পবিত্র মীলাদ শরীফ পাঠ এবং পবিত্র ক্বিয়াম শরীফ জারী রয়েছে। এছাড়া প্রতি বছর উনার শান মুবারকে পবিত্র বিছাল শরীফ দিবসে আযীমুশ শান মাহফিল অনুষ্ঠান করে উনার সীমাহীন শান-মান, মর্যাদা-মাক্বাম সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। উনার ছানা-ছিফত করা হয়ে থাকে। যেমন সর্বক্ষণ উনার মুবারক ছানা-ছিফত করে থাকেন সকল জিন-ইনসান এবং হযরত ফেরেশতাকুল আলাইমিুস সালামসহ কুল-কায়িনাত। সুবহানাল্লাহ!

কুল-কায়িনাতবাসীর হিদায়েত, নছীহত, ইহকাল ও পরকালের সার্বিক কল্যাণ, বাতিল ও বিধর্মী নিপাত এবং নববী নকশায় সম্মানিত ইসলাম উনার হাক্বীক্বী পুনর্জাগরণের জন্য উম্মু সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার অতুলনীয় ও সীমাহীন অবদান হলেন উনার প্রিয়তম বুযুর্গ সন্তান। যিনি পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হুজ্জাতুল ইসলাম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

সম্মানিত সুন্নত অনুশীলনে পরম মমতায় তিনি আপন লখতে জিগার শিশু মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে ক্রমান্বয়ে বড় করে তুলেছেন। প্রশিক্ষিত করে তুলেছেন তা’লীম তরবিয়তে। উনার মাঝে বিকশিত করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যমসুলভ মধুর ব্যক্তিত্ব এবং অতুলনীয় রো’ব। শাণিত করেছেন উনার মুবারক মন ও মনন। অভ্যস্ত করে তুলেছেন সম্মানিত সকল সুন্নত অনুশীলনে। কুল-কায়িনাতবাসীর সার্বিক কল্যাণে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে হাদিয়াদানের জন্যই ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি দুনিয়ায় পবিত্র তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ!

আন নি’মাতুল কুবরা আলাল আলাম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি সম্মানিত সুন্নত যিন্দাকারী। তিনি অনন্তকালের জন্য কুল-কায়িনাতব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ জারী করেছেন। পবিত্র রাজারবাগ দরবার শরীফে সর্বক্ষণ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালিত হচ্ছে। দায়িমীভাবে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ। সুবহানাল্লাহ!

সর্বক্ষণ মুবারক ছানা-ছিফত করা হচ্ছে নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার। প্রাণের আঁক্বা, ক্বিবলা কা’বা, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি নিজে সম্মানিত যাবতীয় সুন্নত পালন করেন এবং কায়িনাতব্যাপী তা যিন্দা করেন। দুর্বার তাজদীদে সমগ্র বিশ্ব পরিসর আলোড়িত ও আন্দোলিত করেন। তিনি মুসলমান উনাদের মাঝে সম্মানিত ইসলামী মূল্যবোধ জাগরিত করেন। হীনম্মন্যতা দূর করেন। মুসলমান উনাদের ঈমান ও আক্বীদা বিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২০

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৫

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৫

হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি