-মুহম্মদ সা’দী
পূর্ব প্রকাশিতের পর
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার মুবারক প্রয়াস ও প্রভাব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিম-লে পরিব্যাপ্ত। তিনি মহিলাদের আদব, শরাফত, ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ শিক্ষাদানকারিণী। তিনি মহিলাদের অন্তর ইছলাহকারিণী। স্বামী-স্ত্রীর মনোমালিন্য, দ্বন্দ্ব-কলহ ও দূরত্ব নিরসনে তিনি পারিবারিক বন্ধন নবায়নকারিণী। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার অনুসৃত মুবারক পদ্ধতি অনুসরণে মহিলাদের অজ্ঞতা, দীনতা, হীনতা, পর্দাহীনতা, সম্মানিত সুন্নতপালনের অনীহা এবং বিজাতীয় আচার-আচরণে অভ্যস্ততাসহ সম্মানিত ইসলাম না মানার ক্ষেত্রে মহিলাদের মাঝে সৃষ্ট অনাগ্রহ ও ঔদাসীন্য পর্যায়ক্রমে অপসারণ করছেন উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসাসম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:
اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثة الا من صدقة جارية او علم ينتفع به او ولد صالح يدعو له
অর্থ: “ইন্তিকালের পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল জারি থাকে: ১. ছদক্বায়ে জারিয়া ২. ইলমুন নাফে (উপকারী ইলম) এবং ৩. নেক সন্তান, যিনি তার জন্য দুয়া করবেন।” (মিশকাতুল মাছাবীহ) পবিত্র এই হাদীছ শরীফ সম্পর্কে ইতোপূর্বেও আমরা আলোচনা করেছি। সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারা উভয়ে উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব। সুবহানাল্লাহ!
সম্মানিত সুন্নত উনার হাক্বীক্বী অনুসরণ এবং সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে শরয়ী পর্দাপালন সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت كرم الله وجهه عليه السلام قال سأل رسول الله صلى الله عليه وسلم اى شىء خير للنساء فسكتوا …
অর্থ: “ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, খলীফাতুর রবি’, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন: সাইয়্যিদুল ক্বওনাইন, ওয়াস সাক্বালাইন, ছাহিবুল ওহী ওয়াল কুরআন, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা তিনি একদা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে জিজ্ঞাসা মুবারক করেন, ‘মহিলাদের জন্য কোন আমল সর্বোত্তম?’ সকলেই নিশ্চুপ থাকেন।…” (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি