পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-
উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত
-মুহম্মদ সাদী
পূর্বপ্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম
উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:
পবিত্র রাজারবাগ শরীফ উনার মুরীদ মু’তাক্বিদ উনারা সকলেই সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা, অনুসরণ ও অনুকরণ করে থাকেন। জীবন নির্বাহের সকল ক্ষেত্রেই উনারা সম্মানিত সুন্নতপালনে ইস্তিক্বামত। উনাদের মন-মনন, চিন্তা-চেতনা ও অনুভবেও সম্মানিত সুন্নত উনার অভাবিত সংযোগ। সুবহানাল্লাহ!
উনারা সকলেই সূতী চার টুকরা কাপড়ের সুন্নতী টুপি পরেন, পাগড়ী পরেন, পাগড়ীর উপর রুমাল পরেন। উনারা সূতী কাপড়ের নিছফুছাক গুটলীওয়ালা গোল কোর্তা পরিধান করেন। সূতী কাপড়ের ফাড়া সাদা লুঙ্গী পরেন। দুই ফিতা বিশিষ্ট সুন্নতী চামড়ার ক্রস স্যাণ্ডেল পরিধান করেন। সুবহানাল্লাহ!
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা অনুযায়ী প্রতিটি সম্মানিত সুন্নতের জন্য একশত করে ছাওয়াব হিসেবে প্রত্যেক মুরীদ অসংখ্য শহীদ উনাদের ছাওয়াব হাছিল করছেন। মূলত সকল মুরীদ উনারা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা, রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আপন শায়েখ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের রিযামন্দি-সন্তুষ্টি, তায়াল্লুক-নিসবত এবং মুহব্বত-মারিফাতলাভে ধন্য হচ্ছেন, অর্থাৎ উনাদের দায়িমী-নৈকট্য হাছিল করছেন। সুবহানাল্লাহ!
মুবারক এ বিষয়টি মূলত ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং উনার যাওজুম মুকাররাম, আবু মুজাদ্দিদে আ’যম, ফখরুল আউলিয়া, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাদেরই সীমাহীন অবদান এবং উনাদের কারণেই উপকারী ইলম উনার হাক্বীক্বী বাস্তবায়ন। সুবহানাল্লাহ!
বাংলাদেশসহ সমগ্র বিশ্বে হুজ্জাতুল ইসলাম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, জামিউল আলক্বাব, সুলত্বানুন নাছীর, জাব্বারিউল আউওয়াল, ক্বইউয়্যুল আউওয়াল, আসসাফফাহ, সাইয়্যিদে মুজাদ্দিদ আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার যে দূর্বার তাজদীদ উনার প্রচার, প্রসার ও বাস্তবায়ন, সম্মানিত সুন্নত যিন্দাকরণের ব্যাপক প্রভাব এবং উনার হিদায়েত ও নছীহতের অপ্রতিরোধ্য গতি, সে সবের পরিপূর্ণ হিস্যা মুবারক উনাদের হক্বদার হলেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, লিসানুল হক্ব, মুসতাজাবুদ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবে ইসমে আ’যম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি