-মুহম্মদ সাদী
পূর্বপ্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পবিত্র রেহেম শরীফে মুবারক তাশরীফ গ্রহণের বহুপূর্ব থেকে, বিশেষ করে পবিত্র রেহেম শরীফে মুবারক তাশরীফ গ্রহণের সময় থেকে প্রতিদিন, প্রতি মুহূর্তে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে স্বপ্নে ও জাগরণে বলা হয়েছে: “হে ওলীয়ে মাদারযাদ, হে আওলাদে রসূল! আপনি আপনার পুত-পবিত্র রেহেম শরীফে যে বুযূর্গ সন্তান ধারণ করছেন, তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম। পবিত্রতম রিসালতের ধারায় সমগ্র বিশ্ব পরিসরে তিনি খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াহ বাস্তবায়ন ও পরিচালনা করবেন। অপরিমেয় শান-মান, ইজ্জত-ঐতিহ্য, ফাযায়িল-ফযীলত এবং মর্যাদা ও মাক্বামে উনার মুবারক সোপান হবে সীমাহীন উচ্চতায়। উনার মুবারক তাজদীদ হবে অপ্রতিরোধ্য। উনার মুবারক তাজদীদে সম্মানিত দ্বীন-ইসলাম উনার নবায়ন হবে।” সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে স্বপ্নে ও জাগরণে অর্থাৎ প্রতি মুহুর্তে জানানো হয়েছে: “হে ওলীয়ে মাদারযাদ, হে আওলাদে রসূল! আপনি যে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম পুত্র আলাইহিস সালাম উনাকে হাদিয়া করবেন, তিনি কায়িনাতবাসীর সর্বক্ষণের ধ্যান-খেয়াল, মনোযোগ ও মুরাক্বাবার ক্বিবলা। আপনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বায়িম-মাক্বাম। উনার সকল সুন্নত মুবারকের সঙ্গে আপনি সম্পৃক্ত। আপনি পরম সম্মানিতা। আপনি পরম ভাগ্যবতী। আপনাকে মুবারকবাদ।” সুবহানাল্লাহ!
খাইরুল উম্মাহাত, ত্বহিরা, মুনাওওয়ারাহ, যাকিইয়াহ, সাইয়্যিদাতু নিসায়ি আলাল আলামীন, উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী কায়িম-মাক্বাম- ওলীয়ে মাদরাযাদ, আওলাদে রসূল, হাবীবাতুল্লাহ, হাবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উনার লখতে জিগার, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে পবিত্রতম রেহেম শরীফ উনার মধ্যে ধারণকালে কোনোই কষ্ট ভোগ করেননি। হালকাবোধ করেছেন এবং সর্বক্ষণ ইতমিনানে থেকেছেন। সুবহানাল্লাহ!
ছাহিবু কা’বা কাউসাইনী আও আদনা, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বিলাদত শরীফ উপলক্ষে কথা বলে উঠেছিলো পবিত্র কা’বা শরীফ। সীমাহীন আনন্দ-হিল্লোলে পুলকিত হয়ে উঠেছিলো পবিত্র মদীনা শরীফ। অভাবিত সম্মানে শিহরিত হয়ে উঠেছিল আরব ও আযমের মাটি। মুবারক ইস্তিক্ববাল জানানোর আনন্দ-আতিশয্যে থরোথরো কেঁপে উঠেছিলো কুল কায়িনাত। আলোড়িত, আন্দোলিত, আলোকিত হয়ে উঠেছিলো সমগ্র বিশ্বজাহান। সীমাহীন আনন্দ-ইতমিনানে আবিষ্ট হয়েছিলো তামাম কায়িনাত। মুখ থুবরে পড়েছিলো মরদুদ ইবলিস এবং তার সহচরসহ তাবৎ তাগুতি আপশক্তি। সুবহনাল্লাহ!
সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতু নিসায়ি আলাল আলামীন, উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্রতম হুজরা শরীফ মুবারক থেকে সুদূর সিরিয়া পর্যন্ত প্রত্যক্ষ করেছিলেন উনার পবিত্রতম লখতে জিগার, নূরে মুজাসসাম, মশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম নূর মুবারক উনার পবিত্র দীপ্তিমান আভা। প্রত্যক্ষ করেছিলেন কুলকায়িনাতব্যাপী পরিব্যাপ্ত ওই নূর মুবারক উনার আলোকিত পরিস্ফুটন। সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি