-মুহম্মদ সাদী
পূর্বপ্রকাশিতের পর
নূরানীগঞ্জ জেলাধীন প্রভাকরদী শরীফ-এ পবিত্র জানাযা উনার নামায অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতু নিসাইল আলামীন, ক্বায়িম-মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পুত-পবিত্র সমগ্র জীবন মুবারক-এ সম্মানিত শরয়ী পর্দা ও সুন্নত মুবারক পালনের একনিষ্ঠ অভ্যস্ততার বিষয় মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। পবিত্র জানাযায় মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত চোখে অনেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার ছানা ছিফতে মুখর হয়ে উঠে। মুহূর্তের মধ্যেই সেখানে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সমগ্র এলাকাবাসী উনারা উনাদের অন্তরের গভীরে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে যে এতো উচ্চতম পর্যায়ে স্থান দিয়েছেন, তা পূর্বে এভাবে জানা যায়নি। সুবহানাল্লাহ!
মানুষ উনার মহানুভবতা, চরিত্র মাধুর্য, পরোপকার, তাক্বওয়া, পরহেযগারী, দানশীলতা ইত্যাদি গুণ-বৈশিষ্ট্যের মাধ্যমে জগৎ-সংসারের অবিলতা অতিক্রম করে কোন্ উচ্চতম মাক্বামে অধিষ্ঠান করেন, জীবদ্দশায় জানা না গেলেও ইন্তিকালের পর সম্যকরূপে তার পরিস্ফুটন ঘটে। এমন কামিয়াব মানুষের ইন্তিকালে জীবিতগণও উনার মাক্বাম সম্পর্কে ক্রমান্বয়ে অনুভব করতে থাকেন। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার মুবারক বিছাল শরীফ গ্রহণের পরও এমন পরিবেশ-পরিস্থিতিরই সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ!
রকমারী গাছপালা ঘেরা মনোরম সৌন্দর্যম-িত অসংখ্য আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মুবারক অবস্থানস্থল পবিত্র মাযার শরীফ উনার সম্মুখস্থ প্রাঙ্গণে মুবারক জানাযা উনার নামায অনুষ্ঠিত হয়। বিরাজিত নিরব-নিস্তব্ধ জান্নাতী আবহে মুবারক জানাযাস্থলসহ সংশ্লিষ্ট এলাকা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা পরিবেষ্টন করে রাখেন। মুবারক জানাযাস্থলে পবিত্র সমাবেশ ঘটে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সকল নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের এবং লক্ষ্যস্থল সকল মাহবূব ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম উনাদের। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পবিত্র জীবন মুবারকব্যাপী এবং উনার পবিত্র বিছাল শরীফ উনার পরও পবিত্র সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের অনন্য নযীর এবং সীমাহীন উচ্চতায় উনার কামিয়াবীর যে সোপান, তার কোনোই তুলনা নেই। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সন্তানগণ উনারা সকলেই উনার খিদমতের জন্য উনাকে নিয়ে উনাদের কাছে রাখতে চাইতেন। কিন্তু তিনি উনার প্রাণাধিক মুজাদ্দিদে আ’যম পুত্র আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানেই থাকতে চাইতেন। মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে থাকতেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরিপূর্ণ ইতমিনানলাভ করতেন এবং স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কারণ আদর-যতœ, ভক্তি-শ্রদ্ধা, খিদমতলাভ এবং পবিত্র সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের সার্বিক অনুকূল আবহ এখানেই বিদ্যমান। সুবহানাল্লাহ! (চলবে)