-মুহম্মদ সাদী
পূর্বপ্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী রিযামন্দি-সন্তুষ্টি, তায়াল্লুক-নিছবত, মুহব্বত-মা’রিফাত হাছিলের পরম লক্ষ্যে সম্মানিত সুন্নত অনুসরণের মাধ্যমে লখতে জিগার সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে কেন্দ্র করে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি মুবারক জীবনব্যাপী নিজেকে সযতেœ গুছিয়ে তুলেছেন এবং পরিপূর্ণ কামিয়াবী হাছিল করেছেন। পবিত্র মাযার শরীফে শায়িত থেকে তিনি অনুক্ষণ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার যাবতীয় নেক আমলের পরিমিত হিস্যা মুবারক লাভ করছেন। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, উম্মু সাইয়্যিদে মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম, জাদ্দাতু খলীফাতিল উমাম আলাইহিস সালাম, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি ছিলেন পরিপূর্ণরূপে যাবতীয় সুন্নতের পাবন্দ। মুবারক শৈশব ও কৈশোর থেকেই সম্মানিত সুন্নত পালন ও সম্মানিত শরয়ী পর্দাপালনের দায়িমী অভ্যস্ততা ছিলো ওনার মুবারক স্বভাব-সঞ্জাত। মাহবূব ওলীআল্লাহ উনাদের কারামত-সমৃদ্ধ মর্যাদা ও মাক্বামাতের মুবারক উৎসমূল হলো উনাদের সম্মানিত সুন্নত মুবারক পালনের একনিষ্ঠ অভ্যস্ততা। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা’য়ালা তিনি উনার বান্দা-বান্দিকে যতো প্রকার নাজ-নিয়ামত বখশিশ করেন, তার সবটুকুই সম্মানিত সুন্নত মুবারক পালনের সঙ্গে সম্পৃক্ত। সুবহানাল্লাহ!
আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন:
من تمسك بسنتى عند فساد امتى فله اجر مائة شهيد
অর্থ: “আমার উম্মতের ফিৎনা-ফাসাদের যামানায় যে ব্যক্তি সম্মানিত একটি সুন্নত আঁকড়ে থাকবেন, তিনি একশত শহীদ উনাদের ফযীলতলাভ করবেন।” সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার লখতে জিগার, আওলাদে রসূল, কুদরতে ইলাহী, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, মু’জিযায়ে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, সুলত্বানিন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাবতীয় সুন্নত পুঙ্খানুপুঙ্খ-সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে পালন করে থাকেন। সুবহানাল্লাহ!
একই সঙ্গে তিনি উনার অগণিত মুরীদ-মু’তাক্বিদসহ সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের মাঝে অবলুপ্ত সুন্নত যিন্দা করেছেন, এখনো করে যাচ্ছেন। তিনি সকলকে সম্মানিত সুন্নত মুবারক পালনে অভ্যস্ত করে তুলছেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:
الدال على الخير كفاعله
অর্থ: “যিনি কোনো নেক কাজের পথ দেখান, সে পথের অনুসরণকারী সকলের সমপরিমাণ নেকী তিনিও লাভ করে থাকেন।” সুবহানাল্লাহ!
এ কারণে সম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বতকারী ও সম্মানিত সুন্নতপালনকারী সকলেরই ফযীলত ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি লাভ করছেন। তিনি নিজেই সীমাহীন মর্যাদা ও মাক্বাম উনাদের অধিকারিণী। উপরন্তু তিনি উনার লাখতে জিগার, বুযুর্গ আওলাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক উছীলায় অনুক্ষণ অপরিসীম নিয়ামতলাভ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি