পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ-এর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৪

সংখ্যা: ২১৪তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

 

সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ

 

 

বুযূর্গ নানা-নানী আলাইহিমাস সালাম উনাদের বাড়ীতেই ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল সাইয়্যদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাসসালাম উনার মুবারক বিলাদত শরীফ। মুবারক কলিজার টুকরা, নয়নের মণি উনাকে পেয়ে উনার বুযূর্গ নানা-নানী আলাইহিমাস সালাম উনারা ইতমিনান। মুবারক নেক সন্তান, শিশু ওলীআল্লাহ, পরম আদরের নাতনি’র বিলাদত শরীফে উনারা আনন্দে বিভোর। এদিকে উনার বুযুর্গ পিতা-মাতা আলাইহিমাস সালাম উনাদের প্রত্যয়ী বিশ্বাস যে, উনাদের প্রথমা নেক সন্তান আলাইহাস সালাম তিনি হবেন কুল কায়িনাতের হাক্বীক্বী হিদায়েত ও নছীহতের নূরাণী আলোকবর্তিকা। উনার বুযুর্গ আওলাদের মাধ্যমেই দুনিয়াব্যাপী প্রচারিত, প্রসারিত ও বাস্তবায়িত হবে ইসলামের অমীয় বাণী। সমগ্র বিশ্বজাহানে পরিব্যাপ্ত হবে উনার মুবারক আওলাদের অপ্রতিরোধ্য হিদায়েত ও তাজদীদের মুবারক নূর। মাদানী প্রভায় গোটা বিশ্ব থেকে অপসারিত হবে ইসলাম বিরোধী সকল দুরাচার ও অনাচার। কুলকায়িনাত আবার অবগাহন করবে জান্নাতী আবেহায়াতে। জেগে উঠবে পৃথিবীর মানুষ। মূলোৎপাটিত হবে বাতিল গোষ্ঠীর। ইনসাফ ও ইনসানিয়ত প্রতিষ্ঠিত হবে জগৎময়। ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, ক্বায়িম মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার বুযুর্গ পিতা-মাতা আলাইহিমাস সালাম এবং উনার বুযূর্গ নানা-নানী আলাইহিমাস সালাম উনারা পূর্বেই মুবারক স্বপ্নে ও ইলহামে এসব মুবারক সংবাদ অবহিত হয়েছিলেন। সুবহানাল্লাহ!

নানা বাড়ীর পরিপূর্ণ এক ধর্মীয় পরিবেশে পরিপূর্ণ সুন্নতী আবহে ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সময় কাটতে থাকে। উনার বুযুর্গ পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা উভয়েই ছিলেন মহান আল্লাহ পাক উনার খাছ ওলী। মুবারক বংশ পরম্পরায় তিনি বুযুর্গ পিতা-মাতা উনাদের দিক থেকে যথাক্রমে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের সঙ্গে সংশ্লিষ্ট। পূর্বেই বলা হয়েছে, মুবারক ঊর্ধ্বতন বংশ পরম্পরার প্রাণ পুরুষ ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদ মুহম্মদ আবূ বকর মুজাদ্দিদী আলাইহিস সালাম উনার মাধ্যমে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পিতৃপুরুষের সম্পৃক্তি ক্রমান্বয়ে গিয়ে মিলিত হয়েছে নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, রউফুর রহীম, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে। সুবহানাল্লাহ!

রক্ত মুবারক-এর অনুপম ধারাবাহিকতায় আওলাদুর রসূল হযরত সাইয়্যিদ মুহম্মদ আব্দুস সবূর আলাইহিস সালাম উনার মুবারক ঔরসে এবং উনার ছাহিবাতুল মুকাররামা (আহলিয়া) হযরত আয়িশা আক্তার আলাইহাস সালাম উনার মুবারক কোল আলোকিত করে নানা বাড়ীর এমন এক জান্নাতি পরিবেশে তিনি দুনিয়ায় আগমন করেন, যেখানে আখাছছুল খাছ হিদায়েতের নূরে তাছাউফপন্থী সকলেই মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা’য়ালা উনার মতে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পরিপূর্ণরূপে দায়িম-ক্বায়িম ছিলেন। সুবহানাল্লাহ! বিশেষত: ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার বুযুর্গ পিতা-মাতা আলাইহিমাস সালাম উনাদের বুযুর্গী, মান, শান ও মর্যাদা ছিলো অতুলনীয় এবং উনাদের সুন্নত পালনের অভ্যস্ততা, তাক্বওয়ার গভীরতা ছিলো সর্বজন স্বীকৃত। এমন মুবারক ঘরেই যে ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ ঘটবে, এটিইতো স্বাভাবিক ও সঙ্গত।

(চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ১০০

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০১

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০২

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১০৩

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ১০৪