সাইয়্যিদাহ ছাদিক্বা খাতূন, সুনামগঞ্জ
সুওয়াল: বোনের স্বামীর সামনে যাওয়া, দেখা দেয়া এবং মোবাইলে কথা বলা জায়িয আছে কি না? তেমনি দেবর বা স্বামীর ভাইদের সামনে যাওয়া, দেখা দেয়া এবং মোবাইলে চুপে চুপে কথা বলা যাবে কি না?
জাওয়াব: বর্তমান সমাজে এ মাসয়ালাটির বিষয়ে মানুষেরা গুরুত্ব দিচ্ছে না। বোনের স্বামী বা দুলাভাইদের সামনে যাওয়া, দেখা দেয়া, কথা বলা, মোবাইলে চুপে চুপে কথা বলা সম্পূর্ণ হারাম ও নাজায়িয। অনুরূপ দেবর ও ভাসুরদের সামনে যাওয়া, দেখা দেয়া, কথাবার্তা বলা ও মোবাইলে, টেলিফোনে চুপে চুপে কথা বলাও হারাম ও নাজায়িয। হাদীছ শরীফ-এ এসেছে, “দেবর হচ্ছে মৃত্যু তুল্য।” (মিশকাত শরীফ) অতএব, এ বিষয়ে খুব সচেতন থাকতে হবে। (সূরা নিসা, সূরা নূর, সূরা আহযাব, বুখারী, মুসলিম তিরমিযী, আবূ দাঊদ, মিশকাত, আলমগীরী, শামী ইত্যাদি)