মুহম্মদ আলী আকবর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সুওয়াল: পুরুষের দাড়ি রাখার হুকুম কি?
জাওয়াব: পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয। এর কমে কাটা, ছাটা, চেছে ফেলা হারাম ও কবীরাহ গুনাহ। ফ্রান্স কাটিং, ওহাবী কাটিং, জামাতী কাটিং, চাইনিজ কাটিং এবং ডিজাইন করার জন্য দাড়ির ডামে, বামে, থুতনির নিচে চেছে ফেলাও হারাম ও কবীরাহ গুনাহ। এতে দাড়ির সাথে উপহাস করা হয়। অতএব কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখাই বিধানগত ফরয আর আদর্শ হিসেবে সুন্নত। এর বিপরীত করা নাফরমানী ও কবীরাহ গুনাহর কারণ।
(আবু দাউদ শরীফ, তিরমিযী শরীফ, শামায়িলুত তিরমিযী, ফতওয়ায়ে শামী, আলমগীরী, বাযযাযিয়াহ ইত্যাদি)