সুওয়াল: যে সমস্ত ইমাম হারাম টিভি দেখে এবং হারাম সুদ-ঘুষের সাথে জড়িত তাদের পিছনে নামাযের ইক্তিদা করা যাবে কি না?
জাওয়াব: এমন ইমামের পিছনে নামাযের ইক্তিদা করা জায়িয নেই। কারণ এমন ইমামরা চরম ফাসিক তথা কঠিন গুনাহগার, এজন্যই এদের পিছনে নামায শুদ্ধ হবে না। হ্যাঁ এমন ইমাম যদি খাছ তওবা করে এবং কখনো হারাম নাজায়িয কাজ না করে, তাহলে তার পিছনে নামায শুদ্ধ হবে। (আলমগীরী, শামী, আইনুল হিদায়া)