মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: قِيلَ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ: اَلَّتِيْ تَسُرُّهٗ إِذَا نَظَرَ وَتُطِيْعُهٗ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُهٗ فِيْ نَفْسِهَا وَلَا مَالِـهَا بِمَا يَكْرَهُ
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রশ্ন করা হলো, কোন (স্বভাবের) মহিলা উত্তম? তিনি ইরশাদ মুবারক করেন- যখন আহাল বা স্বামী তার দিকে তাকায় তথা তার প্রয়োজন বোধ করে, তখন সে তাকে আনন্দ দান করেন। যখন তাকে কোন কাজের নির্দেশ দেয় তখন সে উহা যথাযথভাবে পালন করে। আর সে নিজের ব্যাপারে এবং তার মাল-সম্পদের ক্ষেত্রে এমন কোন কাজ করেন না যা আহাল বা স্বামী অপছন্দ করে। সুবহানাল্লাহ! (নাসায়ী শরীফ, বায়হাক্বী শরীফ)
উল্লেখ্য যে, যে সকল গুণসম্পন্না বা বৈশিষ্ট্যের অধিকারীনী মেয়ে বিবাহ করা সুন্নত সেসকল গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্যপূর্ণ ছেলের সাথে মেয়ে বিবাহ দেয়া সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। যে সকল ছেলে তাদের আহলিয়া বা স্ত্রীর হক্ব যথাযথভাবে পালনে তৎপর নয় বরং উদাসীন তাদেরকে মেয়ে বিবাহ দেয়াও সুন্নত মুবারক উনার খিলাফ। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
أَكْمَلُ الْمُؤْمِنِيْنَ إِيـْمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ
অর্থ: সম্মানিত ঈমানদারগণের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা পরিপূর্ণ মু’মিন যিনি সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী। আর তোমাদের মধ্যে সে সকল ব্যক্তিই ভাল যারা আপন আপন আহলিয়া বা স্ত্রীর নিকট ভাল।
অর্থাৎ আহলিয়া বা স্ত্রী যাদেরকে ভালো বলে স্বীকৃতি দেন তারাই ভালো। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন সাইয়্যিদাতুনা উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهٖ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِىْ
অর্থ: তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার আহলিয়া বা স্ত্রীর কাছে ভালো। আমি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকট উত্তম। (তিরমিযী শরীফ, দারিমী শরীফ, মিশকাত শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السّلَامُ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِيْنَ إِيْـمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَأَلْطَفُهُمْ بِأَهْلِهٖ
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মু’মিনগণের মধ্যে সেই অধিকতর পূর্ণ মু’মিন, উত্তম চরিত্রের অধিকারী, যে নিজের পরিবার-পরিজনদের প্রতি অত্যন্ত কোমল ও দয়ার্দ্র। (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)