যে সকল মেয়ে আহাল বা স্বামীর অনুগতা, মুহব্বতকারিণী, অধিক সন্তানদানকারিণী পরহেযগার, আমানদার, সুমিষ্টভাষিনী, অল্পে পরিতুষ্ট, দ্বীনের সাহায্যকারিনী তাদেরকে বিবাহ করা সুন্নত। তাদের দ্বারা বৈবাহিক জীবন বরকতপূর্ণ ও সুখের হয়।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَـزَوَّجُوا الْوَدُوْدَ الْوَلُوْدَ فَإِنِّيْ مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ
অর্থ: “তোমরা মুহব্বতকারিণী ও অধিক সন্তানদানকারিণী নারীকে বিবাহ করো। কারণ, এতে আমার উম্মতের সংখ্যাধিক্য প্রাধান্য পাবে। (আবু দাউদ শরীফ, নাসায়ী শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ أُمَامَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهٗ يَقُوْلُ مَا اسْتَـفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَـقْوَى اللهِ خَيْـرًا لَّهٗ مِنْ زَوْجَةٍ صَالِـحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْـهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهِ أَبَـرَّتْهُ وَإِنْ غَابَ عَنْـهَا نَصَحَتْهُ فِي نَـفْسِهَا وَمَالِهٖ
অর্থ: হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মু’মিন বান্দা তাক্বওয়া বা পরহেযগারীতার পর নেককার-আহলিয়া (স্ত্রীর) দ্বারা সবচেয়ে বেশি ফায়দা লাভ করতে পারেন। কেননা, নেককার আহলিয়ার খুছূছিয়ত বা বৈশিষ্ট্য হচ্ছে, আহাল যা আদেশ করেন তা পালন করেন। যখন আহাল তার দিকে তাকান তখন তাকে খুশি করেন, ইতমিনান দান করেন। আহাল কসম বা শপথ করলে আহলিয়া তার পূর্ণতা সাধন করেন। আর আহালের অনুপস্থিতিতে আহাল বা স্বামীর মাল সম্পদ ও নিজেকে হিফাযত বা সংরক্ষণ করেন। অর্থাৎ আমানদার। (ইবনে মাজাহ শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اَرْبَعٌ مَنْ اُعْطِيَهُنَّ فَـقَدْ اُعْطِىَ خَيْـرُ الدُّنْـيَا وَالْاٰخِرَةِ قَلْبٌ شَاكِرٌ لِسَانٌ ذَاكِرٌ وَبَدَنٌ عَلَى الْبَلاءِ صَابِرٌ وزَوْجَةٌ لَا تُـبْغِيْهِ خَوْنًا فيْ نَـفْسِهَا وَلَا مَالِهٖ
অর্থ: রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-চারটি জিনিষ যাকে দান করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ বা নিয়ামত দান করা হয়েছে। ১. শোকর গোজার অন্তর ২. মহান আল্লাহ পাক উনার যিকিরে রত যবান বা জিহ্বা। ৩. বিপদাপদে ধৈর্য্যধারণকারী শরীর। ৪. এমন আহলিয়া বা স্ত্রী, যে আপন ইজ্জত-আবরু এবং আহাল বা স্বামীর মাল-সম্পদের ক্ষেত্রে কখনো খিয়ানত করেন না। (বাইহাক্বী শরীফ, মিশকাত শরীফ)