সুওয়াল: মুসলিম পুরুষদের সুন্নতী পোশাক কি কি? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।
জাওয়াব: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি যেসকল পোশাক-পরিচ্ছদ পরিধান করেছেন এবং পরিধান করতে বলেছেন তাই সুন্নতী পোশাক। সুন্নতী পোশাক-পরিচ্ছদগুলোর কতিপয় নি¤েœ আলোচনা করা হলো:
১। দায়িমী বা সার্বক্ষণিকভাবে মাথায় ইমামাহ বা পাগড়ী পরিধান করা, পাগড়ীর রং কালো, সাদা ও সবুজ।
২। চার টুকরাবিশিষ্ট সাদা সূতি মাথার সাথে লেগে থাকে, এমন টুপি দায়িমীভাবে পরিধান করা।
৩। লম্বায় নিছফুস সাক (হাঁটু ও পায়ে টাখনুর মাঝামাঝি) পরিমান, কোনাবন্ধ, গুটলীওয়ালা ক্বমীছ বা কোর্তা পরিধান করা।
৪। ইযার বা ফাঁড়া লুঙ্গি পরিধান করা।
৫। পাগড়ীর উপর সাদা রুমাল পরিধান করা।
৬। টুপির নিচে তেল থেকে টুপিকে রক্ষার জন্য ক্বিনায়া বা তৈলপট্টি ব্যবহার করা।
৭। ক্রস ফিতাবিশিষ্ট চামড়ার না’লাঈন বা স্যা-েল ব্যবহার করা।
পক্ষান্তরে এটাও জানতে হবে যে, পুরুষের জন্য লাল, হলুদ, গোলাপী, জাফরানী রঙের পোশাক, রেশমি পোশাক এবং স্বর্ণের অলঙ্কার ব্যবহার করা হারাম। কিন্তু মহিলাদের জন্য এগুলো জায়িয। এছাড়াও কাফির মুশরিক ইহুদী-নাছারা, হিন্দু, বৌদ্ধ ও যাবতীয় বিধর্মীদের সাদৃশ্যপূর্ণ পোশাক যেমন শার্ট, প্যান্ট, টাই, কোর্ট ধুতী, পৈতা ইত্যাদি পরিধান করা কাট্টা হারাম।
মহিলাদের পোশাক পুরুষরা এবং পুরুষদের পোশাক মহিলারা পরিধান করাও হারাম। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাঊদ, ইবনে মাজাহ, তাফসীরুত ত্বাবারী, তাফসীরুল মাযহারী, ফতওয়ায়ে কাযীখান, আলমগীরী, শামী, বাহরুর রায়িক ইত্যাদি)