হিজরী সনের দশম মাস সম্মানিত শাওওয়াল শরীফ এবং একাদশ মাস সম্মানিত যিলক্বদ শরীফ আর দ্বাদশ মাস সম্মানিত যিলহজ্জ শরীফ। উক্ত মাস তিনটি বহু কারণে সম্মানিত ও বরকতপূর্ণ। তবে মাস তিনটি সম্মানিত ও বরকতপূর্ণ হওয়ার ক্ষেত্রে মূল কারণ হচ্ছেন মহাসম্মানিত নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ বিশেষ শান মুবারক প্রকাশের বিষয়সমূহ সংযুক্ত হওয়া। সুবহানাল্লাহ! আর উক্ত শান মুবারক প্রকাশিত হওয়ার দিবসসমূহ পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণিত আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত এবং উক্ত দিবসমূহ পালন করা কায়িনাতবাসী তথা উম্মতের জন্য রহমত, নিয়ামত, নাজাত ও কামিয়াবী হাছিলের কারণ। সুবহানাল্লাহ! ফলশ্রুতিতে সংশ্লিষ্ট মাস তিনটি উনাদের মধ্যে সংঘটিত আইয়্যামুল্লাহ শরীফসমূহ যথাক্রমে উল্লেখ করা হলো।
০১ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে বিনতু ইমামিল উমাম সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম। এবং পবিত্র ঈদুল ফিতর।
০৪ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম।
১২ শাওওয়াল শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ। এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।
১৪ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে ক্বইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি।
১৮ শাওওয়াল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইবনে যিন নূর আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ অবস্থায় বিলাদতী শান মুবারক প্রকাশ।
১৯ শাওওয়াল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন।
২০ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খামিসাহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ শাওওয়াল শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার আক্বদ মুবারক ও নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন এবং বিশ্ব বাল্য বিবাহ দিবস।
২২ শাওওয়াল শরীফ:
* সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন।
* সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন।
২৪ শাওওয়াল শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন।
২৫ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু ইমামিল উমাম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ দিবস।
০৮ যিলক্বদ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মুল মুমিনীন আস সাবিয়াহ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন এবং বিশ্ব পর্দা দিবস।
১১ যিলক্বদ শরীফ:
* সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ। * ঈদে বিলাদতে হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম ।
* পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ১২ই শরীফ। এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।
১২ যিলক্বদ শরীফ: যাত্রাবাড়ির সম্মানিত পীর ছাহিব ক্বিবলা হযরত সুলত্বানুল আরিফীন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১৩ যিলক্বদ শরীফ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
১৪ যিলক্বদ শরীফ: ঈদে বিলাদতে আওলাদে রসূল হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম।
১৬ যিলক্বদ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ সম্পন্ন হওয়ার দিন।
২রা যিলহজ্জ শরীফ:
* বানাতু রসূল সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবি’য়াহ যাহরা আলাইহাস সালাম নিসবাতে আযীমাহ শরীফ দিবস। * ইবনু রসূল সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ।
৬ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ।
৭ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল খ¦ামিস আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ।
৯ যিলহজ্জ শরীফ: ইয়াওমে আরাফাহ।
৯-১৩ যিলহজ্জ শরীফ: আইয়ামে তাশরীক। ১০ যিলহজ্জ শরীফ: পবিত্র ঈদুল আদ্বহা।
১০-১২ যিলহজ্জ শরীফ: পবিত্র আইয়ামুন নহর।
১২ যিলহজ্জ শরীফ:
* পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ১২ই শরীফ। এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।
* সাইয়্যিদুনা হযরত যুন নুর আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ। * ঈদে বিলাদতে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম।
১৪ যিলহজ্জ শরীফ:
* চাঁদ দ্বিখন্ডিত হওয়ার দিবস।
* ঈদে বিলাদতে সাইয়্যিদাতুল উমাম হযরত শাহ নাওয়াসী আছ ছালিছা আলাইহাস সালাম।
১৫ যিলহজ্জ শরীফ: ঈদে বিলাদতে সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির আলাইহিস সালাম।
১৮ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১৯ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ।
২৫ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।
২৬ যিলহজ্জ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা আল উম্মুল মু’মিনীন খামিসাহ আলাইহাস সালাম উনার নিসবাতে আযীমাহ মুবারক সম্পন্ন হওয়ার দিন।
২৭ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
২৮ যিলহজ্জ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মুল মুমিনীন আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার নিসবাতে আযীমাহ মুবারক সম্পন্ন হওয়ার দিন।
২৯ যিলহজ্জ শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা
মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা
মাহে শা’বান ও তার প্রাসঙ্গিক আলোচনা