সম্মানিত শাবান শরীফ মাস ও সম্মানিত রমাদ্বান শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৭৩তম সংখ্যা | বিভাগ:

হিজরী সনের অষ্টম মাস সম্মানিত শা’বান শরীফ আর নবম মাস সম্মানিত রমাদ্বান শরীফ। অনেক কারণে উক্ত মাস দু’টি সম্মানিত ও বরকতপূর্ণ। তবে মাস দু’টি সম্মানিত ও বরকতপূর্ণ হওয়ার ক্ষেত্রে মূল কারণ হচ্ছেন মহাসম্মানিত নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ বিশেষ শান মুবারক প্রকাশের বিষয় সমূহ সংযুক্ত হওয়া। অর্থাৎ উনাদের কারো পবিত্র বিলাদতী শান মুবারক, কারো পবিত্র বিছালী শান মুবারক, কারো নিসবতে আযীমাহ শান মুবারক ইত্যাদি প্রকাশিত হয়েছেন। আর উক্ত শান মুবারক প্রকাশিত হওয়ার দিবসসমূহ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত এবং তা পালন করা বান্দা-বান্দী, উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য এবং বেশুমার রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত, নাজাত, রেযামন্দী, নিসবত, কুরবত, ফযীলত ও কামিয়াবী হাছিলের প্রধান উসীলা। যার কারণে উক্ত আইয়্যামুল্লাহ শরীফ সমূহ যথাক্রমে উল্লেখ করা হলো।

৪ শাবান শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিআহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ সংঘটিত হওয়ার দিবস।

৫ শাবান শরীফ:

* সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুর রাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১২ শাবান শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ।

১৩ শাবান শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আর রাবিয়াহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৫ শাবান শরীফ: লাইলাতুন নিছফি মিন শা’বান তথা পবিত্র লাইলাতুম মুবারকাহ।

১৭ শাবান শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৯ শাবান শরীফ: সিবত্বতু মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতাল উমাম আলাইহিমাস সালাম উনাদের বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১ রমাদ্বান শরীফ: গাউছুল আযম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

২ রমাদ্বান শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রমাদ্বান শরীফ: বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৬ রমাদ্বান শরীফ: বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৯ রমাদ্বান শরীফ: ইবনু মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রমাদ্বান শরীফ: সিবতু মুজাদ্দিদে আযম হযরত সাইয়্যিদুল উমাম আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১২ রমাদ্বান শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ ১২ই শরীফ।

১৫ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৭ রমাদ্বান শরীফ:

* হযরত উম্মুল মুমিনীন আল উলা কুবরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। * হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* সম্মানিত বদর জিহাদ দিবস। * সম্মানিত মক্কা শরীফ বিজয় দিবস।

১৮ রমাদ্বান শরীফ:

* হযরত বিনতু রসূলিল্লাহ আন নুরূছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ দিবস।

১৯ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত আবূ হাদিয়িল উমাম আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২১ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ।

২৩ রমাদ্বান শরীফ: হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ।

২৫ রমাদ্বান শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আল ‘আশিরাহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

২৬ রমাদ্বান শরীফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উম্মুল মুমিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ সংঘটিত হওয়ার দিবস।

এছাড়া পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকের বিজোড় রাত যথাক্রমে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ পবিত্র লাইলাতুল ক্বদর সংঘটিত হওয়ার দিবস।

মাহে যিলক্বদ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে যিলহজ্জ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে মুহররমুল হারাম ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে ছফর ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউল আউয়াল শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা