সুওয়াল: অনেককে দেখা যায়, দাড়ি ও মোচ কেটে ছোট করে রাখে। অনেকে আবার দু দিকে চেছে মাঝখানে এক মুষ্ঠি রাখে। প্রকৃতপক্ষে দাড়ি ও মোচের সংজ্ঞা এবং রাখার সঠিক নিয়ম কি? জানতে ইচ্ছুক।

সংখ্যা: ২৪৮তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ শহীদুল ইসলাম, সদর, পাবনা


সুওয়াল: অনেককে দেখা যায়, দাড়ি ও মোচ কেটে ছোট করে রাখে। অনেকে আবার দু দিকে চেছে মাঝখানে এক মুষ্ঠি রাখে। প্রকৃতপক্ষে দাড়ি ও মোচের সংজ্ঞা এবং রাখার সঠিক নিয়ম কি? জানতে ইচ্ছুক।

জাওয়াব: নাকের সম্মুখভাগে উপরের মাড়ি বরাবর বাইরের দিকে উঠা চুলকে মোচ বলা হয়। মোচের বাইরে দু চোয়াল বা দু’ মাড়ির বাইরের অংশে চেহারার মধ্যে যেসব চুল গজায় বা উঠে থাকে, তা সবই দাড়ির অন্তর্ভুক্ত।

দাঁড়ী কমপক্ষে এক মুষ্ঠি রাখা ফরয। এক মুষ্ঠির নীচে দাড়ি কাটা, ছাটা ও মু-ন করা হারাম ও কবীরা গুনাহ।

আর মোচ কেটে ছোট করে রাখা সুন্নত। মোচ মু-ন করা সম্মানিত সুন্নত উনার খিলাফ। যা বিদয়াতে সাইয়্যিয়াহ ও মাকরূহ তাহরীমীর অন্তর্ভুক্ত। (দলীলসমূহ: আলমগীরী, শামী, দুররুল মুখতার, বাহরুর রায়িক ইত্যাদি)

 সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ