মুহম্মদ রায়হানুল করীম, লক্ষ্মীপুর
জাওয়াব: নিছাব সম্পন্ন ব্যক্তি যত বছর পবিত্র যাকাত আদায় করেনি; হিসাব করে তত বছরেরই পবিত্র যাকাত তাকে আদায় করতে হবে। কারণ পবিত্র যাকাত হচ্ছে ফরযের অন্তর্ভুক্ত।
আর ফরযের ক্বাযা আদায় করাও ফরয। বিগত বছরগুলির পবিত্র যাকাতের হিসেব যদি থেকে থাকে তাহলে সে অনুযায়ী পবিত্র যাকাত আদায় করবে। আর যদি বিগত বছরগুলির কোন হিসেব না থেকে থাকে তাহলে বর্তমানে যে সময়ে সে ব্যক্তি পবিত্র যাকাত আদায় করবে, সেই সময়ের স্বর্ণ ও রূপার মূল্য অনুযায়ী বিগত সমস্ত বছরের পবিত্র যাকাত আদায় করতে হবে।
অর্থাৎ বিগত বছরগুলিতে তার যে পরিমাণ সম্পদ ছিলো তা হিসাব করে পবিত্র যাকাত আদায় করতে হবে।