সুওয়াল: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের ঈমানদার ও জান্নাতী হওয়ার বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলে থাকে। এ বিষয়ে সঠিক ফায়ছালা কি?

সংখ্যা: ২৪৮তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ মাহবূব হাসান, আড়াইহাজার, নূরানীগঞ্জ


সুওয়াল: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের ঈমানদার ও জান্নাতী হওয়ার বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলে থাকে। এ বিষয়ে সঠিক ফায়ছালা কি?

জাওয়াব: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বা হযরত আব্দুল্লাহ যবীহুল্লাহ আলাইহিস সালাম এবং উনার সম্মানিতা আম্মা হযরত আমিনাহ আলাইহাস সালাম উনারা হচ্ছেন ঈমানের মালিক এবং জান্নাতেরও মালিক। অর্থাৎ উনাদের প্রতি সুধারণা পোষন না করা পর্যন্ত কেউ ঈমানদার বলে গণ্য হবে না। আর উনারাই হচ্ছেন জান্নাতের মালিক অর্থাৎ উনাদের যিনি একমাত্র আদরের সন্তান উনার উসীলায় জান্নাত সৃষ্টি হয়েছে।

কাজেই যেই সম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের প্রিয় সন্তান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসীলায় জান্নাত সৃষ্টি হয়েছে উনারই আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনারাই যদি জান্নাতী না হন তাহলে আর কারো পক্ষেই জান্নাতী হওয়া সম্ভব নয়।

অতএব, উনাদের ঈমানদার ও জান্নাতী হওয়ার ব্যাপারে কোন মুসলমানের কোন সংশয় সন্দেহ থাকতে পারে না। যারা কাফির পথভ্রষ্ট কেবল তারাই উনাদের ঈমানদার ও জান্নাতী হওয়ার ব্যাপার সন্দেহ বা চু-চেরা করতে পারে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৮২তম সংখ্যা পাঠ করুন।

 সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ