সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৯১ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী) সম্মানিত কারামত মুবারক (৯)

সংখ্যা: ২৯১তম সংখ্যা | বিভাগ:

হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি উনাকে হযরত খাজা গরীব নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি চিশতীয়া খান্দানের পরবর্তী শাহানশাহ মনোনীত করে গদীনশীন করা

 

এ বিষয়ে হযরত খাজা কুতুবুদ্দীন বখিতয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় গ্রন্থ “দলীলুল আরেফীন” কিতাবের মধ্যে বলেছেন, ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার), স্থান আজমীর শরীফ জামে মসজিদ। আমি অধম সুলত্বানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত ক্বদম মুবারকে চুম্বন করে ভাগ্যবানদের

অন্তর্ভুক্ত হলাম। এটি ছিল হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার সাথে আমার শেষ মজলিস।

মজলিসে উপস্থিত ছিলেন, উনার বন্ধু বান্ধব, আপনজন, সূফি দরবেশ এবং বহু বুযুর্গ ব্যক্তিগণ। আলোচনা শুরু হলো; “মালাকুল মউত” (হযরত আযরাইল আলাইহিস সালাম) সম্মন্ধে। সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত মালাকুল মউত আলাইহিস সালাম তিনি ব্যতীত দুনিয়ার মূল্য এক কড়িও নেই।

উপস্থিত দরবেশ উনাদের মধ্য হতে একজন বললেন : “হুযূর! বিষয়টি আমাদের বোধগম্য হলো না”। হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

اَلْـمَوْتُ جَسَرٌ يُـوْصِلُ الْـحَبِيْبَ إِلَى الْحَبِيْبِ

অর্থ: মহাসম্মানিত হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মৃত্যু একটি সেতু তুল্য যার উপর দিয়ে বন্ধু বন্ধুর নিকট গমন করে।

এরপর বললেন, বন্ধুত্ব তাকেই বলা হয়, যে বন্ধুকে অন্তরের মধ্যে গেঁথে রাখে। শুধুমাত্র মুখে বন্ধু বললে বন্ধুত্ব হয়না। বন্ধুত্বকে এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন মুখে অন্য কারও কথা না আসে। এরপর বললেন, ক্বলব বা অন্তর ঐ জন্যই সৃষ্টি হয়েছে যেন সে আরশের চতুর্দিকে তাওয়াফ করে এবং করতে পারে। এরপর পেয়ে যান “মুহব্বত”।

কিতাবে বর্ণিত আছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার বান্দা! যখন আমার পবিত্র যিকির তোমাদেরকে বিমোহিত করে এবং তোমাদের অন্তর মনকে প্রভাবান্বিত করে তখন আমি তোমাদের আশিক হয়ে যাই। অর্থাৎ তোমার সঙ্গে আমার মুহব্বত হয়ে যায়। এরপর বললেন, মহান আল্লাহ পাক উনার আরিফগণ উনাদেরকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। সমস্ত জগতের উপর উনাদের উজ্জ্বল্যের আলো নিপতিত হয় এবং সেই আলোতে মহান আল্লাহ পাক উনার আশিক বান্দাগণ আলোকিত হন। আর অন্যান্য সৃষ্টিগণ সেই খুশবুতে মাতোয়ারা হয়। এ বয়ান বর্ণনা করার পর তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আমাকে এ স্থানে এ জন্য আনা হয়েছে যেন আমি এখানেই সমাহিত হই। আশা করি আমি কিছুদিনের মধ্যেই মহান আল্লাহ পাক উনার দীদার মুবারকে চলে যাব।

সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার কাতিব, শায়েখ আলী সনজরী রহমতুল্লাহি আলাইহি তিনি উপস্থিত ছিলেন। তিনি উনাকে আদেশ মুবারক করলেন, সাইয়্যিদুনা হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি উনার নামে আদেশনামা লিখুন। আমি উনাকে খাজেগানে চীশতিয়ার খিলাফত (প্রতিনিধিত্ব) ও সাজ্জাদাহ (বুযুর্গীর আসন) দান করলাম। তিনি এটা প্রাপ্তির পর দিল্লী চলে যাবেন।

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২০

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৫

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৫

হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি