হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামের সাথে كرم الله وجهه বলার কারণ ও ইতিহাস

সংখ্যা: ২০৭তম সংখ্যা | বিভাগ:

হাফিয মুহম্মদ মামুনুয্ যামান, লক্ষ্মীপুর

সুওয়াল: হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামের সাথে كرم الله وجهه (আল্লাহ পাক উনার চেহারা মুবারককে বিশেষভাবে উজ্জল করুন) বলার কারণ ও ইতিহাস কি?

জাওয়াব: ৭২টি বাতিল গুমরাহ জাহান্নামী ফিরক্বার মধ্যে অন্যতম খারিজীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো। ওরা উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য উনার নাম মুবারক-এর সাথে سود الله وجهه (অর্থাৎ আল্লাহ পাক উনার চেহারা মুবারককে কালিমাময় করে দিন) বলতো। নাঊযুবিল্লাহ!

খারিজীদের এই ঘৃণ্য ও অন্যায় অপবাদের প্রতিবাদে তাবিয়ী খলীফা হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার খিলাফত আমলে তিনি নিজেই হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারক-এর সাথে কাররামাল্লাহু ওয়াজহাহূ বলা বাধ্যতামূলক করে দেন। তখন থেকে উনার নাম মুবারক এভাবে পাঠ হয়ে আসতেছে যে, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। (তারিখুত ত্ববারী)

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ