আজিমুশ শান তোহফায়ে রহমান,
মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, আহলান সাহলান।
কুল কায়িনাত থরে থরে আজ নও সাজে মহিয়ান,
ঐ আরশ কুরসি লওহ কলম, যমীন সহ আসমান।
আজ দিকে দিকে পড়ছে শোর, ঈদে হাবীবী জোশ খুশি,
হেরি প্রতি মাখলুক রহে উম্মুখ, ঈদে আকবরে মিশি।
ওই জান্নাত উনার হাসনাতি পাখা, ছোয়ায় বিশ্ববুক,
আরশি আমানা ধরছেই ঘিরে, যত আছে মাখলুক।
কায়িনাতে আজ খুশির ফোয়ারা, খড়স্রোতে বহমান,
কুল আশিকান রহেন আগুয়ান, দ্বিপ্তীতে দায়িমান।
হাজারো বাধারে গুড়িয়েই উড়ছে সবুজ পতাকা হেরি,
ওই সবুজের বুকে হাবীবী নূর চমকিতে নেই দেরি।
আল কুরআন উনার নির্দেশ নিয়ে মুসলিমী ঘরে ঘরে,
সাইয়্যিদুল আ’ইয়াদ করছি পালন নতুন পোশাক পড়ে।
আহলে বাইত ও ছাহাবী সৌর্যে ঘটা করে মাহফিল,
মোরা করছি মু’মিন মুসলমানেরা, নাহি হৃদে গরমিল।
ওদিন সবচেয়ে খরচ করবো করছি সাখাওয়াতী তাকবীরে,
ওইদিন দান খয়রাতে হস্ত প্রসারি, গাফলতি দেই ছেড়ে।
কহি বখিল যে হয় আদুউল্লাহ ছহীহ হাদীছেই জেনে,
সাখাওয়াতি নাজ লইতে লুফেই নাহি রহি আনমনে।
রহেন ঈদে আ’যম, ঈদে আকবর, বরকতে ভরপুর,
লইছি তা’লীম মুসলিম মোরা থাকছিনা আর দূর।
ওই কমজোর সব মুসলিমী ক্বওম আয় ফিরে আয় তোরা,
ছেড়ে গমগিন করহে হে ইয়াক্বীন ইশকেতে রও জোড়া।
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ জেনে নিয়ে পরিচয়,
রহিনা আজানা মু’মিন মু’মিনা, ছেড়ে দেই সংশয়।
শুনুন মুসলিম মোরা সবার উপরে আদর্শ নীতিতে সেরা,
ওই বাতিল বেহুদা তামাশা দিবস ধ্বংসেই রহে ঘেরা।
মোরা মুসলিম জাতি ছেড়ে দুর্গতি রহি সদা কল্যাণে,
রহি ইলিম কালাম ও জ্ঞান বুদ্ধিতে সর্বোচ্চ সম্মানে।
ছেড়ে গাফলতি, রহি মহামতি, প্রতিটি মুসলমান,
মোরা সুন্নতি মতে সব সমস্যার করে রাখি সমাধান।
আজ কে করছেন এই নছীহত, ডেকে ডেকে মুসলিম,
আজ কে দিচ্ছেন তরতীবে দ্বীন, ঈমানদারী মুকরিম।
আজ কে দেখান সুন্নতী শান, বিজ্ঞানী অবগাহে,
আজ কে শুনান সত্য আযান, তাগুতী তিমির দহে।
তিনি যে হলেন ইমামুল উমাম, শাহান শাহ শমসীর,
তিনি খলীফায়ে আসসাফফাহ হয়েই খ্যাতিময় তাশমীর।
তিনি আহলে বাইতি শামসী নূর, ইমামে মুসলিমীন,
তিনি ইমামুস ছালিছি নজরানা বীর, রাহনুমা ছদিক্বীন।
তিনি সাইয়্যিদুল আ’ইয়াদী দুশমনদেরে করতে যে কুপোকাত,
তিনি যে আল মুত্বহহার মুত্বহহির হয়ে তাশরীফ কায়িনাত।
তিনিই চিনালেন আশূরা মিনাল মুহররমী শান জিন্দাহী কাহিনায়,
ওই কুরআন, হাদীছ ইজমা ক্বিয়াস ইলহামী মহিমায়।
মোরা ইমামুল উমামী মুরীদান সবে প্রতিবাদে সোচ্চার,
মোরা তামাশা রুখতে বেপরোয়া রহি খতমেই বদকার।
মোরা হাবীবী দুশমন, হেরি প্রতিক্ষণ, চিহ্নিত করে রাখি,
ওই পালাতে দেইনা কায়িনাত হতে, সত্য কথাই লিখি।
সাইয়্যিদুনা খলীফায়ে আসসাফফাহী নূরে মুরীদান রহি সবে,
মোরা উলামায়ে সূ আর কাফির মেরেই শান্ত যে রই তবে।
রহিছি মোরা পৃথিবীর প্রতি ইঞ্চিতে, অটল পাহারাদার,
সাইয়্যিদুল আ’ইয়াদী দুশমন খুঁজে করে দেই ছনছার।
কহি, শুনরে ধরার কুখ্যাত সব উলামায়ে সূ বেঈমান,
ওই জামায়াত, তাবলীগ, ওহাবী, শিয়া দেওবন্দী শয়তান।
তোদের জ্বালায়ে পোড়ায়ে করবোই ছাই, রেহাই পাবিনা আর,
মোরা যে শায়েখী আযমী তাওয়াজ্জুহ ফায়িজে, হিম্মতে আনওয়ার।
চিৎকারে কহি, ইহুদী নাছারা হিন্দু বৌদ্ধ মজুসী ও নাস্তিক,
আর মুরতাদ সহ ম্লেচ্ছ যবন যত আছিস যিন্দিক।
তোদের একটারেও ছাড় দিবনারে, মোরা আহলে বাইতি বীর,
ওই করছি, করবো, ভেঙ্গে চুরমার, তাগুতী নাঙ্গা শির।
আমরা বাইয়াতে আক্বাবা, করছি পালন, অক্ষরে অক্ষরে,
ফের করতে আমল, শর্ত সকল রাখছিনা মন্থরে।
ওই মুর্শিদী নজর, করেই ক্বদর, রুখছিরে দুশমন,
মোদের হৃদয়ে বিরাজ, মামদূহী নাজ, রব ও রসূলী ধন।
মোদের শিরায়, ইশকি শায়েখ, টগবগ করে সদা,
মোদের ইয়াক্বীনে মুর্শিদী শান, মজবুতে রয় বাঁধা।
শুন, মোদের খেয়াল মামদুহী তরে জান মাল প্রস্তুত,
তাই, মোদের মকসুদ অটুট হামেশা শাহাদাতে আপ্লুত।
মোরা মুরীদান, থেকে আলোয়ান, সাইয়্যিদুল আ’ইয়াদে,
কহি হামেশা রহি, খিদমতে ছহীহ, মামদূহী ইমদাদে।
তাই সাইয়্যিদুল আ’ইয়াদী ব্যানার পোষ্টার ফেস্টুন লিফলেট,
সাজাই দেয়াল লিখন, আলোকসজ্জায় ঘরবাড়ি রাখি স্যাট।
মোরা সাইয়্যিদুল আ’ইয়াদ ঈদে আকবরে বিশ্বজুড়েই আজ,
লভি তারতীলে, ওই মাহফিল করে, ইহসানী মিনহাজ।
দেন খোদায়ী ইনাম, ইমামুল উমাম, তাগুতীবাদীরে বলে,
তোদের দেই ধিক্কার, ওরে গাদ্দার, দেখরে চক্ষু খুলে।
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৩
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৪
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৫
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-২৬