সুওয়াল: বরকত ও ফযীলত লাভের উদ্দেশ্যে দ্বিতীয়বার জামায়াতে শরীক হওয়া যাবে কি না? জানালে উপকৃত হবো।
জাওয়াব: যোহর ও ঈশার নামায একাকী অথবা ছোট জামায়াতে আদায় করার পর দেখা গেল কোন বড় জামায়াত অনুষ্ঠিত হচ্ছে, যার ইমামতি করছেন কোন হক্কানী ওলীআল্লাহ, তাহলে এমন জামায়াতে বরকত হাছিলের জন্য শরীক হওয়া আফযল বা উত্তম। (ফতওয়ায়ে মুজাদ্দিদে আ’যম, জরুরী মাসায়িল)