আখিযুস্ সাদাকাত, আহসানুন্নাস, আকরামু উইলদে আদম, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, ছহিবুন্ নাঈম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তরফ থেকে বৃক্ষ রোপণে উৎসাহ্ প্রদান

সংখ্যা: ৯৪তম সংখ্যা | বিভাগ:

মুছাম্মত নূরবানু বেগম

هو الذى انزل من السماء ماء فاخرنابه نبات كل شئ فاخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا …….. انظروا الى ثمره اذا اثمر وينعه ان فى ذلكم لايت لقوم يؤمنون.

অর্থঃ- “তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এর থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে গুল্ম বীজ উৎপন্ন করি।…….. বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর- যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্যকর। নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্যে।” (সূরা আনয়াম-৯৯)

          সাম্প্রতিক কালে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনে বিশ্বব্যাপী ব্যাপক গণ জাগরণ সৃষ্টির লক্ষ্যে জাতি সংঘ সহ বিভিন্ন পরিবেশ উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ও পরিবেশ রক্ষায় বন সৃষ্টির বিষয়ে বিভিন্ন মুখী কর্মসূচী গ্রহণ করেছে। এতে কোটি কোটি ডলার ব্যয়ে নানান কার্যক্রম বাস্তবায়ন করছে। বলা হচ্ছে অধিক মাত্রায় বন উজাড় এবং বৃক্ষ নিধনের ফলে বিশ্ব আবহাওয়া ক্রমশঃ পরিবেশ ও জীবনের জন্য প্রতিকূল হয়ে যাচ্ছে।

          অথচ এ বৃক্ষ রোপন সম্পর্কে প্রায় সাড়ে চৌদ্দশ বৎসর পূর্বেই রহমতুল্লিল আলামীন শাফীউল উমাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুহম্মদিকে উৎসাহ প্রদান করে বলেছেন, যে কোন মুসলমান একটি বৃক্ষ রোপণ করবে অথবা শস্য বপন করবে অতঃপর তা হতে মানুষ, পশু-পাখি কিছু খাবে, নিশ্চয়ই তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারী, মুসলিম, মিশকাত)

বৃক্ষ রোপন তথা উৎপাদন সম্পর্কে হাদীছ শরীফ উনার ইরশাদ মুবারক হয়েছে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “যে ব্যক্তি কোন অনাবাদি জমি আবাদ যোগ্য করবে তার জন্য তাতে ছওয়াব রয়েছে। তা হতে কোন ক্ষুধার্ত প্রাণী যা কিছু খাবে তা তার জন্য সদকা হবে।” (দারেমী, মিশকাত শরীফ)

উল্লেখ্য, গাছ-পালা, ফসল ইত্যাদি রোপন করে একদিকে যেমন ব্যক্তিগত ফায়দা হাসিল হয়। অন্যদিকে মাখলুকাতেরও বিরাট খিদমত সাধিত হয়। অন্যদিকে সদকা দানের তুল্য ফায়দা হাছিল হয়ে থাকে। সাইয়্যিদুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বর্ণিত হাদীছ শরীফ মুতাবিক প্রত্যেকের উচিৎ অনাবাদী জমিতে আবাদের লক্ষ্যে বেশি করে গাছ লাগানো। যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে এ হাদীছ মুতাবকি আমল করার তৌফিক দিন। (আমীন)

সাইয়্যিদু উল্দে আদম, ছহিবু লা ইলাহা ইল্লাল্লাহ, খতীবুল আম্বিয়া ওয়াল উমাম, ছহিবুল মি’রাজ, খতামুন্ নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণনা পূর্ববর্তী আসমানী কিতাবে

মাআ’জামা শানূহু, ছহেবে আসমাউল হুসনা, সাইয়্যিদুল মাখদূম, ছহিবুল খাতাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক বিলাদতপূর্ব রবিউল আউয়ালের ফযীলতপূর্ণ বার রাত্রি

আর রসূলুল মুজাহিরু আলাদ্ দ্বীনি কুল্লিহ্, আফদ্বালুর রসূল, ছহিবু দ্বীনিল হক্ব, রসূলুম মুছাদ্দিক, রসূলুল খাল্ক, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত বর্ণনা হিন্দু ধর্ম গ্রন্থে

ছহেবে রফা’না লাকা যিক্রক, ছহিবুল ওহী ওয়াল কুরআন, যিক্রুল্লাহ্, জাওয়ামিউল কালিম, হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু অলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ হয়ে জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ্ পাক রব্বুল আলামীন

নবীউত্ তওবা, ছিরাতুল্লাহ্, ছহিবুর রিদ্বা, খলীলুল্লাহ্, আউয়ালুল মুসলিমীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক আওলাদের খিদমত করার কারণে অগ্নিপূজকের ঈমান লাভ