আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১১৬তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর-মজলিশ রহমত, বরকত, সাক্বীনা হাছীলের মজলিশ। যেখানে আল্লাহ্ পাক, আল্লাহ্ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, আউলিয়া-ই-কিরাম এবং কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজ্মা ও ক্বিয়াসের আলোচনা হয়ে থাকে সেখানে আল্লাহ্ পাক-এর রহমত বর্ষিত হয়ে থাকে। যেহেতু মাসিক আল বাইয়্যিনাতে উপরোক্ত বিষয়সমূহ থেকে আলোচনা হয়ে থাকে সেহেতু মাসিক আল বাইয়্যিনাত পড়লেও আল্লাহ্ পাক-এর রহমত বর্ষিত হয়ে থাকে।

ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয যামান, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ্, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে প্রধান অতিথির বয়ানে একথা বলেন।      তিনি আল্লাহ্ পাক-এর কালামে পাক-এর বরাতে উল্লেখ করেন, “তোমরা নেকী এবং পরহিযগারীর মধ্যে সাহায্য কর; বদী এবং পাপের মধ্যে সাহায্য করনা।” মাসিক আল বাইয়্যিনাত মূলতঃ এ আয়াত শরীফেরই মিছদাক।

উল্লেখ্য, গত ১০ মার্চ, সোমবার ০৩ঈঃ হতে ১২ মার্চ বুধবার পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী ৩ দিনের এক বিশেষ সফর করেন। সফরের প্রথম দিন ৯ মার্চ, রোববার খাগড়াছড়ির হাতিমুড়া থানার মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ১১ মার্চ, মঙ্গলবার রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, ১২ মার্চ, বুধবার, চট্টগ্রামের টাইগারপাছ মামা-ভাগ্নে মাজার প্রাঙ্গণে ওয়াজ ও তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৭ মার্চ, সোমবার দিনাজপুর ২নং উপশহরে মুহম্মদিয়া নূরীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহ্ফিলে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।

ঈসালে সওয়াবের মাহ্ফিল অনুষ্ঠিত

২১ মাচ/’০৩ ঈঃ শুক্রবার, নূরানীগঞ্জ, আড়াইহাজার শরীফ, প্রভাকরদী মিয়াবাড়ী মাজার শরীফ প্রাঙ্গণে ওলীয়ে মাদারজাদ, গরীবে নেওয়াজ, কুতুবুজ্জামান, আওলার্দু রসূল হযরত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর ঈসালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাহ্ফিলে ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলার্দু রসূল, হাবীবুল্লাহ হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ