আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

সংখ্যা: ১১৫তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আনজুমানে আল বাইয়্যিনাত.এর মজলিশ দরস.তাদরীস, তালিম.তালকীনের মজলিশ। খালিছ আল্লাহ ওয়ালা হওয়ার মজলিশ। ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয যামান, আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম আনজুমানে আল বাইয়্যিনাত.এর মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, বান্দা যদি হাক্বীক্বীভাবে আল্লাহ পাককে ভয় করে তাহলে আল্লাহ পাকই তাকে শিক্ষা দেয়ার দায়িত্ব নিয়ে নেন। কেউ যদি আমল করতে চায় তাহলে আল্লাহ পাক তাকে খোদায়ী ইলম দান করেন। তিনি বলেন, ইলম, আমল, ইখলাছ এটা ব্যতীত আল্লাহ পাককে পাওয়া যাবে না। ঈমানদার হয়ে ইলম অর্জন করে সে ইলম অনুযায়ী আমল করলে ইখলাছ হাছিল হবে। যদ্বারা আল্লাহ পাক-এর মুহব্বত.মারিফত হাছিল হবে। আল্লাহ ভীতি ব্যতীত হাক্বীক্বী মুহব্বত অর্জন করা সম্ভব নয় বলে তিনি আলোচনায় উল্লেখ করেন। আর আঞ্জুমানে আল বাইয়্যিনাত  করে মাসিক আল বাইয়্যিনাত নিয়মিত পাঠ করার প্রতি তিনি জোর তাকিদ দেন। তিনি  মাসিক আল বাইয়্যিনাত পাঠের দ্বারাই হাক্বীক্বী খোদাভীতি এবং হাক্বীক্বী মুহব্বত-মারিফত অর্জন হবে বলে বয়ানে  উল্লেখ করেন।

তিনি সকলকে বেশী বেশী করে মাসিক আল বাইয়্যিনাত পাঠ ও সমাজের সর্বস্তরে নারী-পুরুষ নির্বিশেষে আনজুমানে আল বাইয়্যিনাত গঠনের আহবান জানান।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ